তার অভিনয়ে তো আগেই পছন্দ ছিল দর্শকের। বিভিন্ন ফটোশুট করে পোস্ট করলেও তা খুব পছন্দের হয় সবার। তিনি টেলিভিশন জগতের মিষ্টি নায়িকা সন্দীপ্তা সেন (Sandipta Sen)। সম্প্রতি সে ইনস্টাগ্রাম রীলস এও খুব নাচ করতে দেখা দিলেন। রীলস টি ভাইরাল ও হয়েছে খুব।
বাদশার (Badshah) জনপ্রিয় নতুন গান ‘যুগনু'(Jugnu) গানে নাচ করতে দেখা গেল সন্দীপ্তাকে। হালকা সবুজ রঙের প্যান্ট ও অফ শোল্ডার টপ ও হাই হীলসে দেখা গেল তাকে। ছোট্ট একটু ভিডিও হলেও বলিউড স্টাইলে তার নাচ মনে ধরেছে সবার।
খোলা চুল, গলায় বলো একটি হার, অল্প একটু মেকআপ করেই তাকে দারুন সুন্দর লাগছিলো। এটি মধ্যেই ভিডিওটিতে ৭৭ হাজারের বেশি মানুষ দেখে ফেলেছে। তার সাথেই প্রচুর লাইক ও কমেন্ট এসেছে সন্দীপ্তার উদ্দেশ্যে।
বড় একটি ফাঁকা ঘরের নিজের স্টাইলে নেচে চমকে দিয়েছেন সকলকে।
হাতে এখন প্রচুর কাজ কিন্তু তার ফাঁকেও ইনস্টাগ্রামে প্রতিনিয়ত ছবি ও ভিডিও পোস্ট করে থাকেন সন্দীপ্তা। যোগ ব্যায়াম ও খাবারের মাধ্যমে নিজের সুন্দর চেহারা মেইনটেইন করে রেখেছেন। মৈনাক ভৌমিকের ‘একান্নবর্তী’ সিনেমা দিয়ে বড় পর্দায় আস্তে চলে চলেছেন তিনি।
Leave a Reply