সিদ্ধার্থের কোলে চড়ে পোশাক বিপাকে পড়লেন পরিণীতি চোপড়া। বেরিয়ে এল নায়িকার অর্ধেক স্তন। নেট দুনিয়ায় এখন অভিনেত্রীদের নিয়ে একটাই ট্রোলড টপিক তাঁদের পোশাক। যদিও পোশাক ব্যতীত, যে কোনও কিছু অর্থাৎ পান থেকে চুন খসলেই তা ভাইরাল হয়ে যায় সোশ্যাল মিডিয়ায়। বেশিরভাগ বলিউড অভিনেত্রীরা বেশি পোশাক বিপাকে পড়ে।
কারণ তাঁদের পোশাকই গোটা দেশের ফ্যাশন সেনসেশন। একেকটা ডিজাইনিং পোশাকে সাজে নায়িকারা, কারোর বুক চেরা, কারোর অতি ছোটো পোশাক, কোনও কোনও সময়ে সেই পোশাকের ফাঁক দিয়ে বেরিয়ে পড়ে তাঁদের অন্তরঙ্গ। আর বিকিনি, মনোকিনিতে সেজে উঠে শরীরে প্রদর্শন করা এখন নায়িকাদের কাছে দুধে ভাত হয়ে গিয়েছে।
বলিউডের হট অভিনেত্রীদের মধ্যে একজন পরিণীতি চোপড়া। বলিউডের চোপড়া সিস্টাদের মধ্যে একজন এই অভিনেত্রী। কারণ অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়ার কাজিন তিনি। বলিউডের অভিনেত্রী মানেই রূপ, ফিগারে থাকবে টানটান উত্তেজনা, পোশাকে থাকবে উজাড় করা হটনেস সেটাই স্বাভাবিক। আর ফিগার থাকবে মারকাটারি চাবুক। তবে পরিণীতি একেবারেই মারকাটারি নাহলেও তাঁর চাব্বি ফিগারেই কাত তাঁর ফ্যানেরা।
নায়িকা এখন ফটোশ্যুট এবং বিভিন্ন মিউজিক এলবামের শ্যুটিংয়ের জন্যে ব্যস্ত। বলিউডের হ্যান্ডসাম অভিনেতা সিদ্ধার্থ মালহোত্রার সঙ্গে তিনি দুটি ছবি করেছেন। একটি ‘জাবারিয়া জোড়ি’ এবং আরেকটি ‘হাসি তো ফাঁসি’। সিদ্ধার্থের সঙ্গে দুটিই ছবিতেই নায়িকার অভিনয় প্রশংসিত হয়েছিল।