যশ দাশগুপ্তর সঙ্গে সুখী নুসরত জাহান। সন্তান ঈশানকে নিয়ে ভালোই আছেন তাঁরা। যদিও এখনও পর্যন্ত যশের সঙ্গে বিয়ে নিয়ে কোনও মন্তব্য করেননি নুসরত। ফলে বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির জনপ্রিয় জুটিকে নিয়ে ধোঁয়াশা রয়েই গিয়েছে।
‘SOS কলকাতা’ ছবির শ্যুটিংয়ের সময় থেকেই দুই তারকার প্রেমের সূত্রপাত বলে শোনা যায়। কী ভাবে সম্পর্কে জড়িয়েছিলেন দু’জনে? অতীত সাক্ষাৎকারে সেই কথা ফাঁস করেছিল যশরত। সেই সময় একটি চ্যাট শোর সঞ্চালনা করতেন নুসরত জাহান। ওই শোর একটি এপিসোডে অতিথি হিসেবে হাজির হয়েছিলেন যশ দাশগুপ্ত।
ওই শো-তেই নুসরতকে যশ প্রশ্ন করেন, ‘কী ভাবে শুরু হয়েছিল আমাদের সম্পর্ক? তুমি বলো? নুসরতের সাফ জবাব, ‘আমি তোমার সঙ্গে পালিয়ে গিয়েছিলাম। তুমিই তো বলেছিলে, পালিয়ে যেতে? আমি সেটাই করেছি।
যশ বলেছিলেন, ‘আমি তোমার বাড়ির নীচে এসেছিলাম। বলেছিলাম, হয় তুমি নীচে আসবে। নয়তো আমি উপরে আসব।’ এরপরেই নুসরত বলেন, ‘আর আমি নেমে এসেছিলাম। তুমি গাড়িটা চালিয়ে দিলে।’