সত্যিকারের জুটি’ সিড-কিয়ারার প্রশংসা কঙ্গনার, নাম না করে কটাক্ষ রণবীর-আলিয়াকে

৭ ফেব্রুয়ারি মহাসমারোহে আত্মীয়, নিকট বন্ধুদের উপস্থিতিতে গাঁটছড়া বাঁধলেন সিদ্ধার্থ মালহোত্রা এবং কিয়ারা আডবানি। বিগত বেশ কয়েক বছর ধরেই তাঁরা সম্পর্কে ছিলেন। কিন্তু নিজেদের সম্পর্ক নিয়ে প্রকাশ্যে একটিও টুঁ শব্দ পর্যন্ত করেননি তাঁরা। একদম গোপনে রেখেছিলেন নিজেদের সম্পর্কটাকে। যদিও তাঁদের নানা মসয়ে, নানা জায়গায় একসঙ্গে দেখা গিয়েছিল। এবার সেই কারণে তাঁদের বাহবা জানালেন অভিনেত্রী কঙ্গনা রানাওয়াত।

সিদ্ধার্থ কিয়ারার বিয়ের ছবি প্রকাশ্যে আসার পর এক ব্যক্তি সেই ছবি পোস্ট করে লেখেন, ‘ওরা প্রেম করছিল?’ এর উত্তরে কঙ্গনা তাঁকে বলেন, ‘ হ্যাঁ, ওরা প্রেম করছিল। কিন্তু সেটা কোনও ব্র্যান্ডের প্রমোশনে বা ছবির প্রমোশনে ব্যবহার করেনি। ওরা লাইমলাইটে আসার জন্য এমন কিছুই করেনি যা অন্যান্য বলি তারকারা করে থাকেন নিজেদের সম্পর্ক নিয়ে।

এটাকেই বলে সত্যিকারের ভালোবাসা। একটা সুন্দর জুটি ওরা।’ তবে এটাই প্রথমবার নয় যখন কঙ্গনা ওঁদের প্রশংসা করেন। এর আগেও একাধিকবার তিনি সিড-কিয়ারার জুটির প্রশংসা করেছিলেন। কিন্তু অন্য বলি জুটি বলে কি তিনি নাম না করে আবারও রণবীর আলিয়াকে কটাক্ষ করলেন?

সিড, কিয়ারার বিয়ের ঠিক আগের দিন ওঁদের একটি ছবি পোস্ট করে অভিনেত্রী লেখেন, ‘কী সুন্দর একটা জুটি। বিনোদন জগতে এমন সত্যিকারের ভালোবাসা খুবই কম দেখা যায়। ওদের একসঙ্গে দারুণ মানায়।’

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *