‛দিলখুশ’-র ‛সজনী’ গানে এবার কোমর দোলালেন টলি সুন্দরী মধুমিতা সরকার। টলিপাড়ার জনপ্রিয় প্রথম সারির অভিনেত্রীদের মধ্যে একজন হলেন মধুমিতা। যদিও নেট নাগরিকদের অনেকেই তার অভিনয়কে তেমন একটা ভালো নয় বলেই ব্যাখ্যা দিয়েছেন। কিন্তু তাতে কি? অভিনেত্রীর হাতে কিন্তু কাজের সংখ্যা কম নয়।
কখনও ওয়েব সিরিজ, আবার কখনও ফটোশ্যুট বা কখনও ব্র্যান্ড প্রমোশনে তার শিডিউল থাকে ভরা। পাশাপাশি নিজের সোশ্যাল মিডিয়ায় অনুরাগীদেরও কিন্তু সময় দিতে ভোলেন
না পর্দার ‛চিনি’। আর তাইতো মাঝেমধ্যেই একেরপার এক রিল ভিডিও ও ফটোশ্যুটে নজর কাড়েন নেটিজেনদের। যদিও ফটোশ্যুটের কারণে কম কটাক্ষ শুনতে হয়না তাকে।
কিন্তু তাতে কুচ পরোয়া নেই অভিনেত্রীর। নিজের মতো করেই এগিয়ে নিয়ে চলেছেন জীবনের নৌকা। বর্তমানে আমরা প্রায় বছরের শেষের দিকে পৌঁছে গেছি। আর মাত্র কয়েকটি দিন
কি নতুন বছর আসতে। ইতিমধ্যে শীতের হালকা হাওয়াও বেশ গায়ে লাগছে। আর সেই সময় শীতের প্রেমের গান ‛সজনী’-তে কোমর দোলালেন পর্দার পাখি। তার পরণে রয়েছে বেগুনি রঙের সিকোয়েন্সের শর্ট ড্রেস।
কানে বড় দুল ও পায়ে সাদা স্নিকার্স। ঠোঁটে ডার্ক লিপস্টিক। একটা ফাঁকা রুমের মধ্যেই নিজের মতো করে নেচে চলেছেন। বর্তমানে তাকে বেশ কিছুদিন ধরে মদন মিত্রের সঙ্গে দেখা যাচ্ছে।
কখনও তাকে মদন মিত্রের বাহুডোরে দেখা গিয়েছে। আবার সম্প্রতি দিন কয়েক আগে মদন মিত্রের জন্মদিনে কেক কেটে তাকে খাইয়েও দিতে দেখা গেছে। আর সেই নিয়ে নেটপাড়ায়
কম সমালোচনা হয়নি। আগামী দিনে মধুমিতাকে দক্ষিণী ছবিতেও দেখা যাবে। এছাড়া ‛শ্রীকান্ত ২’ অভয়ার চরিত্রে দেখা যাবে। তবে, সম্প্রতি মধুমিতার এই ভিডিও ঝড়ের বেগে ভাইরাল হয়েছে।