“সকলের ভালোবাসা পাবো এমনটা আসাও করি না” হঠাৎ কেন রাগী মেজাজে রাষ্মিকা? জানুন কারণ!

তিনি নাকি পাখির মতোই ফুরফুরে, চনমনে। অনর্গল কথা বলে যান। সম্প্রতি এক সাক্ষাৎকারে নিজের আসল রূপ নিয়ে ধরা দিলেন ‘পুষ্পা’ অভিনেত্রী। যখন যেমন প্রয়োজন, ক্যামেরার সামনে নিখুঁত ভাবে সেই চরিত্র হয়ে যান অভিনেত্রী। ব্যক্তিজীবনেও কি তত বৈচিত্রময় রশ্মিকা মন্দনা? তিনি নাকি পাখির মতোই ফুরফুরে, চনমনে। অনর্গল কথা বলে যান।

সম্প্রতি এক সাক্ষাৎকারে নিজের আসল রূপ নিয়ে ধরা দিলেন ‘পুষ্পা’ অভিনেত্রী। বললেন, “আমার ব্যক্তিত্বে এমন কিছু আছে যা পর্দায় দেখতে পান দর্শক। ওটাই আমি। আসলে নিজের মধ্যেই আছে সব কিছু। যখন যেমন দরকার ক্যামেরায় প্রকাশ করি। মূলের সঙ্গে মিল থাকে। আমি দর্শককে বোকা বানাতে চাই না।”

দক্ষিণী ছবিতে আত্মপ্রকাশ করলেও চলতি বছর ‘গুডবাই’ ছবি দিয়ে বলিউডেও ঢুকে পড়েছেন নায়িকা। হাতে একগুচ্ছ ছবির প্রস্তাব। যদিও এখন ফের দক্ষিণেই মন দিয়েছেন রশ্মিকা।ভামশি পাইরিপল্লির পরিচালনায় ‘বরিশু’ ছবির শুটিংয়ে ইদানীং ব্যস্ত অভিনেত্রী। বিজয় তলাপতির সঙ্গে সে ছবিতে পর্দা ভাগ করবেন তিনি।

যদিও ভরভরন্ত কেরিয়ারের পাশে বার বার আক্রমণের শিকার হয়েছেন অভিনেত্রী। কখনও পোশাক নিয়ে, কখনও স্বভাব নিয়ে কটাক্ষ শুনতে হয়েছে। সে সবে অভ্যস্ত হয়ে গিয়েছেন রশ্মিকা। কিন্তু নিন্দার ছায়া তাঁকে বার বার পিছনে টেনে নিয়ে যাক, চান না অভিনেত্রী। তাঁর দাবি, “আমায় সবাই বুঝবেন, এমন কোনও কথা নেই। সকলের ভালবাসা পাব, এমন আশাও করি না। কিন্তু তার মানে এই নয় যে, আমার বিরুদ্ধে নেতিবাচক প্রচার চালিয়ে যাবেন!”

সেই সঙ্গে রশ্মিকা চিত্রগ্রাহকদেরও প্রশংসা করেন। জানান, শুরুতে ঘাবড়ে যেতেন ক্যামেরার সামনে, কিন্তু তাঁদের সঙ্গে কথা বলে ক্রমশই কাজের ধরন বুঝতে পারেন। রশ্মিকার কথায়, “আমি যেমন আমার কাজ করছি, ওঁরাও তো ওঁদের কাজ করছেন! আমাকে কয়েক সেকন্ডের জন্য হলেও হাসতে হবে, যাতে ছবিটা ওঁরা তুলতে পারেন।”

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *