শ্রীলেখা মিত্র যতটা ভালো অভিনেত্রী, ততটাই ভালো একজন মানুষ। আমরা সকলেই জানি পথ কুকুরদের জন্য তিনি কীভাবে কাজ করে চলেছেন অবিরত।
কিছুদিন আগেই তিনি ঘুরে এসেছেন ভেনিস থেকে, সেখানে আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে তাঁর অভিনীত ছবি মনোনীত হয়েছিল।
প্রাণভরে আনন্দ করে এসে যখন তিনি উৎসবে মেতে উঠবেন, ঠিক তখনই তার জীবনে নেমে এলো অন্ধকারের ছায়া।
পূজার ঠিক কিছুদিন আগেই প্রয়াত হলেন তাঁর বাবা সন্তোষ মিত্র। নির্দ্বিধায় এই আঘাত একজন কন্যার জন্য কতখানি কষ্টকর তা হয়তো বলার অপেক্ষা রাখে না।
শ্রীলেখার জীবনে তার বাবা যে একমাত্র অনুপ্রেরণা ছিলেন, তিনি সেটা বারবার স্বীকার করেছিলেন সংবাদমাধ্যমের সামনে। স্বাভাবিকভাবেই বাবাকে হারিয়ে নিঃসঙ্গ হয়ে পড়লেন শ্রীলেখা।
ফেসবুকে আজ অভিনেত্রী মাত্র দুটি শব্দ লিখতে পেরেছেন, আমার বাবা। এর বেশি কিছু লেখার ক্ষমতা অথবা প্রবৃত্তি কোনটাই হয়তো তার ছিল না।
কিন্তু এই দুটি শব্দই সব কথা, সব কষ্ট,সকলের সামনে নিয়ে এলো। পোস্ট দেখে সঙ্গে সঙ্গে অনুরাগীরা অভিনেত্রীর পাশে দাঁড়িয়েছেন এবং সমবেদনা জানিয়েছেন তাকে।
সন্তোষ মিত্র নিজেও একজন অভিনেতা ছিলেন। স্বাভাবিকভাবেই শ্রীলেখার কোন কাজে কোনদিন বাধা দেননি তিনি। অভিনেত্রী হওয়ার পেছনে উৎসাহী ছিলেন তার বাবা।
এমন একজন মানুষকে যে হারিয়ে শ্রীলেখা যে দিশেহারা হয়ে পড়েছেন, তা বলার অপেক্ষা রাখে না। পুজোর আগেই এমন একটি ঘটনায় ভীষণভাবে মানসিকভাবে আঘাত পেয়েছেন শ্রীলেখা এবং তার সম্পূর্ণ পরিবার।
Leave a Reply