শ্রাবন্তীকে ৩০ সেকেন্ডের চ্যালেঞ্জ দিলেন শুভশ্রী

টালিউডের প্রথম সারির অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলি এবং শ্রাবন্তী চ্যাটার্জি। ব্যক্তিগত জীবনে তাদের মধ্যে রয়েছে চমৎকার বন্ধুত্ব। একে-অপরের প্রয়োজনে পাশে থাকেন, আবার আনন্দটাও ভাগাভাগি করে নেন।

এই দুই বন্ধু এবার সামিল হলেন ব্যতিক্রম চ্যালেঞ্জে। সেটা হলো ফুচকা খাওয়ার চ্যালেঞ্জ। শুভশ্রী ৩০ সেকেন্ডে ৯টি ফুচকা খেয়েছেন। এবার পালা শ্রাবন্তীর।

রেড এফএমের আরজে প্রবীন এই চ্যালেঞ্জের সূচনা করেছেন। তিনি ৩০ সেকেন্ডে ১২টি ফুচকা খেয়ে চ্যালেঞ্জ ছুঁড়েছেন শুভশ্রীকে। সেটা গ্রহণ করে শুভশ্রীও বসে পড়েন ফুচকার প্লেট নিয়ে। কিন্তু তিনি অনেক কষ্টে ৯টা অব্দি সাবাড় করতে সক্ষম হন।

এরপর শুভশ্রী বলেন, ‘আমি ভেবেছিলাম অনেকগুলো ফুচকা খেতে পারব। কিন্তু আরজে প্রবীনকে হারাতে পারবে একজনই, সেটা হচ্ছে শ্রাবন্তী। প্লিজ আমার মান রাখিস ভাই।’

কিন্তু যুদ্ধে নামার আগেই যেন পরাজয় বরণ করে নিয়েছেন শ্রাবন্তী। তিনি শুভশ্রীর ওই ইনস্টাগ্রাম পোস্টের কমেন্ট বক্সে লিখেছেন, ‘আমি তোমার মতো দ্রুত খেতে পারব না।’

তবুও দেখা যাক, যেহেতু চ্যালেঞ্জ, সুতরাং সেটা শ্রাবন্তী গ্রহণ করতেই পারেন। তাই ভক্তরা অপেক্ষায় আছে, কবে তিনি ফুচকা খাওয়ার ভিডিও দেবেন।

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *