শেহনাজ গিলকে ভারতে অনেকেই নাম দিয়েছে পাঞ্জাবের ক্যাটরিনা। ‘বিগ বস ১৩’ এ জিততে না পারলেও শেহনাজ গিল আলোচনায় এসেছে এই শো থেকেই। একই সাথে পাবলিক ভোট আর ইতিবাচক মন্তব্যেও ছিলেন তিনি এগিয়ে। আর সামনে যে শেহনাজ গিলের সময় আসছে তা স্পষ্ট করে বলা যায় কারণ, সালমান খানের ‘কিসি কা ভাই কিসি কা জান’ চলচ্চিত্রের অন্যতম চরিত্রে কাজ করছেন এই অভিনেত্রী।
সালমান খানের প্রডাকশনে অভিষেক হচ্ছে না। গায়িকা হিসেবেও এরইমধ্যে পরিচিতি পেয়ে গিয়েছেন ‘পাঞ্জাবের ক্যাটরিনা’, খ্যাত এই বলিউড তারকা। সম্প্রতি তার এক ভিডিও নিয়ে বেশ আলোচনা চলছে। শাহনাজ বলেন,‘এটা সামাজিক রীতি বলেই মনে করি।
আমি তো কাউকে কোনো ধর্মের, কোনো ভিন্ন রীতির মানুষকে বিরক্ত করতে এই পৃথিবীতে আসিনি। সেটা আমার পরিবারও শিক্ষা দেয়নি। আর তারকা মানে তো সকলের ভালবাসা কুড়ানো। সেখানে যদি আমি উদাহরণ না তৈরি করতে পারি। তাহলে তো নিজের কাছেই হেরে গেলাম।’
একটি ইভেন্টে মঞ্চে শাহনাজ গান গাইছিলেন হাতের মাইক নিয়ে খালি গলাতেই। সেখানেই দূরবর্তী আজান শুরু হতেই গান থামিয়ে পুরো সময়টা নীরব থাকেন। স্থানীয় মসজিদেও আজান শুনে মাথা নিচু করে গান থামিয়ে দেন। শাহনাজের এই আচরণে অনেকেই তার ভূয়সী প্রশংসা করেন।