সোমবার সকালে নেটিজেনদের মানডে ব্লুজ দূর করতে অভিনব উপায় নিলেন পাওলি দাম। লাল বি;কিনিতে সমুদ্রের ধারে নিজের রোদ পোহানোর ছবি শেয়ার করলেন সোশ্যাল মিডিয়ায়।
অভিনেত্রীর হ;টনেসে এক প্রকার কাবু সকলে! ছবি শেয়ারের কয়েক ঘণ্টার মধ্যেই তা ভাইরাল! কান চলচ্চিত্র উৎসবের স্মৃতি হিসেবে ছবিটি শেয়ার করেছেন পাওলি।
ছবিতে দেখা যাচ্ছে কানের সাদা বালিতে লাল তোয়ালে পেতে লাল বি;কিনিতে শুয়ে আছেন ‘লা;স্যময়ী’ আন্দাজে। চোখে রোদ চশমা।
খোলা চুল। পাওলির রূপে মুগ্ধ হয়েছেন সকলেই। ছবির ক্যাপশনে পাওলি লিখেছেন, ‘অনেক দিন আগের নীল’!
শোনা যাচ্ছে, খুব শীঘ্রই একসঙ্গে জুটি বাঁধতে চলেছেন দেব, শ্রাবন্তী চট্টোপাধ্যায় এবং পাওলি দাম। ‘সাঁঝবাতি’র পর আবার লীনা গঙ্গোপাধ্যায় এবং শৈবাল বন্দ্যোপাধ্যায়ের ছবিতে কাজ করতে চলেছেন।
খুব সম্ভবত ত্রিকোণ প্রেমের গল্পই দর্শকদের শোনাবেন তারা। করোনার দ্বিতীয় ঢেউ স্তিমিত হয়ে আসার পর ‘থ্রি কোর্স মিল’ ছবি দিয়েই শ্যু;টিং শুরু করেছেন অভিনেত্রী।
সুরক্ষাবিধি মেনে, রাসবিহারি অঞ্চলের একটি বাড়িতে হয়েছিল ‘বিরিয়ানি’র শ্যুট। ‘থ্রি কোর্স মিল’ একটি ফুড অ্যান্থোলজি ফিল্ম।
তাতে রয়েছে তিনটি গল্প– ‘বিরিয়ানি’, ‘বেবি ফুড’ ও ‘রেড ভেলভেট’। হিন্দি ভাষাতেও প্রকাশ পাবে এটি। তিনটি গল্পের শ্যুটিংই শেষ। এখন চলছে পোস্ট-প্রোডাকশনের কাজ।