শুরু না হতেই শেষ হলো সম্পর্ক, পরকীয়ার জেরে সৌরভ ও মাধুমিতার হল ডিভোর্স, জানুন আসল কারণ!

কেরিয়ারের প্রথম দিকেই বিয়ে করে নিয়েছিলেন অভিনেত্রী মধুমিতা সরকার। টেলিভিশনের পরিচিত মুখ সৌরভ চক্রবর্তীর সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন মধুমিতা। তাঁদের দাম্পত্য জীবন বেশ মধুর ছিল। কিন্তু হঠাৎ করেই তাঁদের দাম্পত্য জীবনে চিড় ধরে এবং মধুমিতা-সৌরভ আলাদা হয়ে যান।

বর্তমানে তাঁরা একই ইন্ডাস্ট্রিতে কাজ করছেন এবং তাঁরা এখন বেশ সফল। বিয়ের কয়েক বছরের মধ্যেই কেন এই বিচ্ছেদ। টলিপাড়ার এই জনপ্রিয় দম্পতির জীবনের কেন এমন পরিণতি? কেন বিবাহে বিচ্ছেদ হল? আসুন জেনে নিই। ‘সবিনয় নিবেদন’ সিরিয়ালের মাধ্যমে পরিচয় হয় মধুমিতা-সৌরভের।

প্রথমদিকে তাঁরা দুজনে দুজনকে পছন্দ করতেন না ঠিকই। কিন্তু দীর্ঘদিন ধরে একসঙ্গে অভিনয় করার সূত্রে ধীরে ধীরে তাঁদের মধ্যে বন্ধুত্ব তৈরি হয়, এরপর প্রেমে রূপ নেয় সেই সম্পর্ক। মধুমিতার মা সৌরভকে প্রথম দিকে পছন্দ না করলেও পরবর্তীকালে তিনি মধুমিতার সিদ্ধান্তে সায় দিয়েছিলেন এবং তাঁদের বিয়ে হয়। যদিও পরবর্তী কালে মধুমিতা সৌরভের বিরুদ্ধে পরকীয়ার অভিযোগ তুলেছিলেন। কিন্তু সৌরভ তা পুরোপুরি অস্বীকার করে যান।

মধুমিতা বারবার মানসিক অত্যাচারের প্রসঙ্গ তুলে আনলেও সে কথা কখনও প্রকাশ্যে আনেননি। বিয়ে ভাঙা নিয়ে এক সাক্ষাৎকারে মধুমিতা সরকার বলেছিলেন, ‘খুব অল্প বয়সে বিয়েটা করে ফেলবার একটা আফসোস তো রয়েইছে। যদি আমি তাড়াহুড়ো করে তখন বিয়েটা না করতাম তবে আমি কেরিয়ারে আরও বেশি করে ফোকাস করতে পারতাম… আমি খুব রোম্যান্টিক মানুষ, একদম খাদের কিনারায় না চলে যাওয়া অবধি ওই সম্পর্কটা টিকিয়ে রাখবার চেষ্টা আমি করেছিলাম।

এখন মনে হয় ওই বিয়েটা ভেঙে আরও আগে বেরিয়ে আসা উচিত ছিল’। কিন্তু পরকীয়া নাকি অন্য কোনও কারণে বিচ্ছেদ, তা আজও জানা যায়নি। ফলে সৌরভ-মধুমিতার বিবাহ বিচ্ছেদের কারণ আজও ধোঁয়াশাই কাটিয়ে উঠতে পারেনি।

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *