‘নগরকীর্তন’ যারা দেখেছেন তারা জানেন প্রেমের টান বড্ড কঠিন, কোনো ভাবেই একে ভেঙে তছনছ করা যায় না। প্রেম মানে না বয়স, জাত-পাত,
রোগা- মোটা, ফর্সা-কালো, এমনকি নারী-পুরুষ ভেদাভেদ। এই গল্প তাদের নিয়েই যারা অসমবয়সী এবং বয়সের বিস্তর ফারাক নিয়ে একে অপরের প্রেমে হাবুডুবু।
এই অদ্ভুত প্রেমের গল্প বলবেন অভিনেতা ঋদ্ধি সেন ও শুভশ্রী গঙ্গোপাধ্যায় । এই প্রথম বড় পর্দায় জুটি বাঁধলেন ঋদ্ধি-শুভশ্রী। ছবির নাম – ‘বিসমিল্লা’।
এই গল্পে ঋদ্ধির বিপরীতে শুভশ্রী থাকলেও গল্পে উপস্থিত থাকছেন ঋদ্ধির রিয়েল লাইফের প্রিয় মানুষ সুরঙ্গনা বন্দ্যোপাধ্যায়। তবে, সুরঙ্গনা এখানে কোন চরিত্রে আছে সেটি প্রকাশ পায়নি। বরং সেই ‘ওপেন টি বায়োস্কোপ’-এর ছোট্ট ‘ফোয়ারা’ এখন শুভশ্রীর প্রেমিক হতে চলেছেন।
সম্প্রতি, ‘বিসমিল্লা’-র টিজার মুক্তি পেয়েছে। আনন্দে আপ্লুত ঋদ্ধি সেন। বর্তমানে এই তরুণ অভিনেতা ব্যস্ত নতুন নাটক হ্যামলেট নিয়ে। তবে, বিসমিল্লা নিয়ে তার আশা অনেকটা বড়। কারণ,
এই সিনেমার সৌজন্যে তিনি রীতিমত সানাই শেখার জন্য কসরৎ করেছেন। ছবিতে সানাই বাজানোর অভিনয় করতে গিয়ে যদি ভুল হয়,তাহলে সেই শিল্পকে অসম্মান করা হয়। এরজন্যেই নতুন করে সানাই বাজানো শেখেন তিনি, এছাড়াও বাঁশি তিনি একটু আধটু বাজাতে জানেন।