একটা সময় টলিউডের সবচেয়ে বড় ‘ওপেন সিক্রেট’ ছিল রাজ-মিমির প্রেম। তবে ২০১৬ সালে আচমকাই ভেঙে যায় এই বহুচর্চিত প্রেম কাহিনি। কেন ভেঙেছিল এই প্রেম? সেই নিয়ে বছর ছয়েক আগে কম চর্চা হয়নি টলিপাড়ায়। এরপর রাজ-শুভশ্রীর সম্পর্কের জল অনেক দূর গড়িয়েছে।
মিমির সঙ্গে সম্পর্ক ভাঙার পর ২০১৮ সালে পাকাপাকিভাবে শুভশ্রীর হাত ধরেন রাজ। বউ-ছেলেকে নিয়ে এখন সুখী গৃহকোণ রাজের। মিমির সঙ্গে ব্রেক-আপের মাস কয়েক পর জি বাংলার রিয়ালিটি শো ‘অপুর সংসার’-এ হাজির হয়েছিলেন রাজ। শাশ্বত চট্টোপাধ্যায় সঞ্চালিত এই শো’তে ব্যক্তিগত জীবন নিয়ে কঠিন প্রশ্নের মুখেও পড়েন ‘বোঝে না সে বোঝে না’ পরিচালক।
সাংবাদিক রাজ মিমি চক্রবর্তীকে কী প্রশ্ন করবেন, জানতে চান শাশ্বত। বেশ খানিক সময় নিয়ে রাজ বলেন, ‘এই জায়গাটায় দাঁড়িয়ে কেমন লাগছে? যে জায়গাটায় ও রয়েছে, যে সাফল্য, যে সময়ের মধ্য়ে দিয়ে ও যাচ্ছে? অভিনেত্রী হিসাবে নিজেকে ও কীভাবে দেখছে?’
এরপরই সঞ্চালক জানান, এই শো’তে এসে মিমিও রাজের উদ্দেশে একটি প্রশ্ন রেখেছেন। সেই প্রশ্ন শুনে তার জবাবও দেন রাজ। মিমির সটান প্রশ্ন ছিল, ‘রাজ কবে শুভশ্রীকে বিয়ে করছে?’ এ কথা শুনে রাজ বলেন, ‘বিয়ে করলে আমি কার্ডটা সবার প্রথম মিমিকেই পাঠাব’।
পুরোনো এই ভিডিয়ো এখন হু হু করে ভাইরাল। নেটিজেনরা মন্তব্যের বাক্স ভরিয়ে দিচ্ছেন। কেউ লিখেছেন, ‘দুজনের চোখেই অসম্ভব একটা বেদনা। হারানো ভালোবাসার মধ্যে বোধহয় এমনই কষ্ট লুকিয়ে থাকে’। অনেকেই আবার লিখেছেন, ‘মিমির কেরিয়ার আজ যে জাগয়ায় তার অনেকটাই রাজের জন্য’।