পরনে টুকটুকে লাল লেহেঙ্গা, গা ভর্তি ভারী গয়নায়। হাত ভর্তি মেহেন্দি ও চুরি। বরের অপেক্ষায় অধীর কনে (Bride)। কখন আসবে সেই মহেন্দ্রক্ষণ। হবে শুভদৃষ্টি, মালাবদল।
ভারতবর্ষের বিয়ের (Indian Wedding) নিয়ম অনুযায়ী শুভদৃষ্টির বর-কনের (Groom-Bride) একে অপরকে দেখা বারণ।
তবে সময়ের সাথে সাথে সবকিছুই যেন বদলে যাচ্ছে। শুভদৃষ্টি পর্যন্ত কি আর অপেক্ষা করা যায় বলুন! তাই বরকে স্বাগত জানাতে হাজির কনে। তাও একেবারে অন্যভাবে। চুম্বনের বর্ষণ করলেন কনে হবু বরের উপর।
বরযাত্রী নিয়ে ঘোড়ায় চেপে বিয়ের মণ্ডপে ঢুকছে বর। আর দোতলার বারান্দা থেকে বরকে ফ্লাইং কিস ছুঁড়ে দিলেন কনে।
এমনই এক মিষ্টি ভিডিও সম্প্রতি ভাইরাল (Viral) হয়েছে সোশ্যাল মিডিয়াাাায় (Social Media) । এতদিন সবাই জানতেন বিয়ের কনে মানেই সে লাজুক হেসে মুখ নিচু করে বসে থাকবে।
তবে এখন কনেরাও তার বিয়ের প্রতিটা অনুষ্ঠান নেচে গেয়ে উপভোগ করে থাকেন। এমন একটি ভিডিও তারই উদাহরণ। এই ভিডিওতে বয়ে গেছে কমেন্টের বন্যা। বর-বউয়ের জন্য অভিনন্দন জানিয়েছেন অনেকেই। আবার সমালোচনা করতেও ছাড়েননি কেউ কেউ।