শুধু একটা টেক্সট ম্যাসেজ আর তাতেই শেষ সালমান-ক্যাটরিনার প্রেমের সম্পর্ক, প্রকাশ্যে আসলো সেই ঘটনা!

প্রথমে ভক্তরা ভেবেছিলেন যে, ক্যাটরিনার সঙ্গে সম্পর্কটা হয়তো টিকে যাবে এবং খুব তাড়াতাড়িই বিয়ে করে সংসার পাতবেন তিনি। কিন্তু ভক্তদের সব আশায় জল ঢেলে ক্যাটরিনার থেকে আলাদা হয়ে গিয়েছিলেন সলমন। শোনা যায়, একটা টেক্সট মেসেজ পাঠিয়েই সম্পর্কে ইতি টেনেছিলেন ক্যাট!

তাঁর জীবনের প্রেম-সম্পর্ক নিয়ে বি-টাউনে কান পাতলেই নানা গুঞ্জন শোনা যায়। এমনকী তাঁর বিয়ে নিয়েও জল্পনার শেষ নেই। বহু সুন্দরী অভিনেত্রীর সঙ্গে সম্পর্ক থাকলেও কোনওটাই অবশ্য ছাদনাতলা পর্যন্ত পৌঁছতে পারেনি। প্রথমে ভক্তরা ভেবেছিলেন যে, ক্যাটরিনার সঙ্গে সম্পর্কটা হয়তো টিকে যাবে এবং খুব তাড়াতাড়িই বিয়ে করে সংসার পাতবেন তিনি।

কিন্তু ভক্তদের সব আশায় জল ঢেলে ক্যাটরিনার থেকে আলাদা হয়ে গিয়েছিলেন সলমন। শোনা যায়, একটা টেক্সট মেসেজ পাঠিয়েই সম্পর্কে ইতি টেনেছিলেন ক্যাট! মডেলিংয়ের হাত ধরেই গ্ল্যামার দুনিয়ায় প্রবেশ করেছিলেন ক্যাটরিনা কাইফ। এর পর ২০০৩ সালে বুম ছবিতে অভিনয়ের সুযোগ আসে। কেরিয়ারের প্রথম ছবি অবশ্য তেমন সাড়া জাগাতে পারেনি।

এর পর ২০০৫ সালে সলমন খানের সঙ্গে ম্যায়নে পেয়ার কিঁউ কেয়া ছবিতে অভিনয় করেছিলেন সুন্দরী অভিনেত্রী। এর পর আর পিছন ফিরে তাকাতে হয়নি ক্যাটরিনাকে। সেই সঙ্গে অবশ্য সলমনের হৃদয়েও পৌঁছে গিয়েছিলেন অভিনেত্রী। আর ক্যাটরিনার প্রেমে মজে সলমন তাঁর জন্য সব কিছুই করেছিলেন। এমনকী ক্যাটরিনার কেরিয়ারও সলমনই গড়ে দিয়েছিলেন।

শুধু তা-ই নয়, তাঁদের প্রেমও চর্চায় ছিল। ব্যাপারটা বিয়ে পর্যন্তও গড়াতো। কিন্তু সলমনের স্বভাব-আচরণই বাধ সাধে। শুরু হয় দু’জনের মধ্যে ঝামেলা। সম্পর্কের ভবিষ্যৎ নিয়ে উদ্বিগ্ন থাকতেন ক্যাটরিনা। এমন অবস্থায় তিনি সিদ্ধার্থ মাল্যর সঙ্গেও সম্পর্কে জড়িয়ে পড়েছিলেন। তবে সেই সম্পর্ক বেশি টেকেনি। এমনটাই সংবাদমাধ্যমের রিপোর্টে জানা গিয়েছে।

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *