বর্তমানে গ্ল্যামার ওয়ার্ল্ড মানেই খোলামেলা পোশাকে দেখা যায় মডেল এবং অভিনেত্রীদের। মাঝেমধ্যেই বি;কিনি শুটে ধরা দেন অভিনেত্রীরা।
বিশেষ করে বলিউড অভিনেত্রীদের হামেশাই দেখা যায় বি;কিনি শুটে (Bikini Shoot)। বি;কিনি পড়ে কিভাবে কনফিডেন্টের সাথে নিজেদের উপস্থাপিত করতে হয় খুব ভালোভাবেই জানেন তারা।
সমুদ্র সৈকত হোক কিংবা পুল সাইড পার্টি সুযোগ পেলেই রংবেরঙের বি;কিনিতে সেজে ওঠেন নায়িকারা।
নতুন প্রজন্মের অভিনেত্রীরা নিজেদের চেহারা নিয়ে বেশ কনফিডেন্ট কারণ সঠিক ডায়েট এবং শরীর চর্চায় তারা নিজেদের চেহারাকে একেবারে পারফেক্ট বি;কিনি ফিগার করে তোলেন।
কারিনা কাপুর, ক্যাটরিনা কাইফ, দিশা পাটানি, সারা আলি খান, জাহ্নবী কাপুর সকলেই নিজেদেরকে বেশ সাবলীল ভাবে বি;কিনি লুকে তুলে ধরেন।
তবে আজ আমরা যাকে নিয়ে আলোচনা করছি তিনি কিন্তু কোন বলিউডি অভিনেত্রী নন। বরং তিনি একজন পাকিস্তানি মডেল (Pakistani model)। যার হট বি;কিনি ভিডিও এই মুহূর্তে সোশ্যাল-মিডিয়ায়-ভাইরাল।
ইনস্টাগ্রামে একটি ভিডিও ভাইরাল হয়েছে। বলা হচ্ছে তিনি একজন পাকিস্তানি মডেল (নাম অজ্ঞাত)। সেই মডেল একটি ভিডিও শেয়ার করেছিলেন যা এই মুহূর্তে ভাইরাল নেট দুনিয়ায়।
ভিডিওটিতে দেখা যাচ্ছে মেকআপ রুমে বসে রয়েছেন তিনি। কিভাবে তার মেকআপ হচ্ছে তাই তুলে ধরার জন্য ভিডিওটি করেছিলেন ওই সুন্দরী।
তার পরনে কালো এবং নীল দুটি অন্তর্বাস। মেকআপ আর্টিস্ট তার ব;ক্ষ বিভাজিকার উপর মেক-আপ করছেন। মেকআপ আর্টিস্ট নিজের হাতে মডেলের বুকের মেকআপ করে দিচ্ছেন।
মেকআপ করার সময় খেয়াল রাখতে লাগে মুখ এবং শরীর দুই জায়গার মেকআপ যেন এক হয়। তানাহলে ক্যামেরার সামনে খুবই দৃষ্টিকটু লাগে। তাই এই বিষয়গুলি নজরে রাখতে হয় মেকআপ আর্টিস্টদের।
সেই জন্য মডেলদের পোশাক পরানোর আগে তাদের শরীরেরও মেকআপ করতে হয়। এই ভিডিওটিতেও সেই চিত্রই ধরা পড়েছে।
কার্তিক আরিয়ানের একটি ফ্যান পেজ থেকে শেয়ার করা হয়েছে ভিডিওটিকে। ভিডিওটিকে পোস্ট হওয়ার সাথে সাথেই তাতে কমেন্টের বন্যা বয়ে গিয়েছে। ঝড়ের গতিতে ভিডিওটি ভাইরাল হয়েছে।
ভিডিওঃ
Leave a Reply