নিজস্ব প্রতিবেদন: সিনেমা থেকে ওয়েবসিরিজ, নতুন প্রজন্মের অন্যতম প্রমিসিং অ্যাক্টর তুহিনা দাস। বড়দিনে একটি ছবি আপলোড করে তিনি লেখেন, জীবনের প্রতি তিনি কৃতজ্ঞ।
বড়দিনের আগেই গোয়ায় ছুটি কাটাতে গিয়েছিলেন অভিনেতা।
সমুদ্রের পাড়ে কখনও নীল, কখনও সাদা , কখনও বা লাল বিকিনিতে ক্যামেরাবন্দি হয়েছেন তুহিনা।
এর আগেও বড়দিনে গোয়ায় গেছেন নায়িকা। সমুদ্র তাঁর বড়ই পছন্দ।
তাঁর পছন্দের খাবার সামুদ্রিক মাছ, মাছ পেলে ওজন বেড়ে যাওয়ারও তোয়াক্কা করেন না তিনি।
.
বিকিনি পরে জলের ধারে নায়িকার লাস্যময়ী ছবি ঝড় তুলেছে ইন্টারনেটে।
শীতের বড়দিন উষ্ণতায় ভরিয়ে দিয়েছেন তুহিনা।