নাভিস্থল উন্মুক্ত করে কোমর দুলিয়ে নাচ করে সোশ্যাল মিডিয়ায় ঝড় তুললেন এক যুবতী, ভাইরাল ভিডিও। আধুনিক যুগে কম-বেশি সকলের হাতেই দেখা যায় মুঠোফোন। আর এই মুঠোফোন
বর্তমানে সকল মানুষকেই স্মার্টফোন বন্দি করে ফেলেছে। অবসর সময় পেলেই মানুষ ঘুরে আসছে সোশ্যাল মিডিয়ায় । বলা যায় কাজের সময়টুকু বাদ দিয়ে মানুষ বেশি সময় কাটাচ্ছে ইন্টারনেটে । ফলে নানা প্রান্তের নানা খবরই বাড়িতে বসেই পেয়ে যাচ্ছেন সাধারণ আমজনতা।
তবে বর্তমানে ইন্টারনেটের দৌলতে সোশ্যাল মিডিয়ায় ট্রেন্ডিং গানে বানানো রিল ভিডিও দর্শকদের বেশ নজর কাড়ছে। সাধারণ মানুষ ভিডিও বানাতে যেমন আগ্রহী হয়ে উঠছে সেরকম এই ভিডিও দেখতেও বেশ পছন্দ করছে সকল নেটজনতা।
সাম্প্রতিক সেরকমই এক ভিডিও ভাইরাল হয়েছে নেটদুনিয়ায়। যেখানে এক যুবতীকে গা গরম করা নাচ প্রদর্শন করতে দেখা গেছে। ভাইরাল হওয়া ভিডিওটিতে দেখা গেছে এক সুন্দরী যুবতী ছাদের উপরে “হিম্মতওয়ালা” ছবির ‘তাকি তাকি’ গানে কোমর দুলিয়ে নাচ করছে।
তার পরনে দেখা গিয়েছে আকাশি রঙের শাড়ির সাথে কালো ব্লাউজ। শাড়িটি তিনি এমন ভাবেই পড়েছেন যেখানে স্পষ্ট হয়েছে যুবতীর নাভিস্তল সহ বক্ষযুগল। যা দেখে ঘুম উড়েছে পুরুষ নেটজনতার।
প্রসঙ্গত উল্লেখ্য, “হিম্মতওয়ালা” ছবির এই ‘তাকি তাকি’ গান বলি ইন্ডাস্ট্রির অন্যতম গান। যা পুরোনো হলেও আজও কোথাও বেজে উঠলে মনের মধ্যেই ‘তাকি তাকি’ শুরু হয়ে যায় সকলের।
Leave a Reply