শাহরুখ-রানীর মেয়ে অঞ্জলি এখন রীতিমতো যুবতী, সেক্সি ফিগারে নেটপাড়ায় ঝড় তুলছে অভিনেত্রী

‘কুছ কুছ হোতা হে’ এখনও বলিউডের অন্যতম জনপ্রিয় ছবি। এটি ছিল করণ জোহরের পরিচালিত প্রথম ছবি। এই ছবির বয়স নেই নেই করে প্রায় ২৫ ছুঁয়েছে, কিন্তু আজও বহু মানুষের মনের মণিকোঠায় বন্দি হয়ে রয়েছে এই ছবির কাহিনী।

যে ছবি আমাদের বুঝিয়েছিল বন্ধুত্ব থেকেই ভালোবাসার সূত্রপাত, বলিউডের এভারগ্রিন নায়ক নায়িকা শাহরুখ, কাজল ও রানী মুখার্জির মেলবন্ধনে গড়ে উঠেছিল এই ছবি, সঙ্গে তাঁদের দুর্দান্ত অভিনয়ের জন্য এই ছবি তখনকার সময়ে হয়েছিল সুপার ডুপার হিট।

কিন্তু এই ছবিতে এই বড় বড় তিন অভিনেতার অভিনয় ছাড়াও আরেকজনের অভিনয় বেশ মন কেড়েছিল দর্শকদের। যে গল্পে হয়েছিল শাহরুখের ৮ বছরের মেয়ে, যার নাম ছিল অঞ্জলী।

শোনা যায় ২০০জন ক্ষুদে শিল্পীদের মধ্যে থেকে নাকি তাঁকেই বেছে নেওয়া হয়েছিল অঞ্জলির চরিত্রের জন্যে। কিন্তু তা সফল হয়েছিল, নিজের দুর্দান্ত অভিনয় দক্ষতার মাধ্যমে সকলের মন জয় করে নিয়েছিলেন সেদিনের সেই ছোট্ট মেয়েটি।

জানেন কি, পর্দার অঞ্জলী এখন যুবতী, হাজার হাজার পুরুষ ফ্যান তাঁকে প্রতিনিয়ত সোশ্যাল হ্যান্ডেলে ফলো করে। সেদিনের সেই অঞ্জলির আসল নাম হল সানা সায়ীদ।

এখন তিনি একাই কাঁপাচ্ছেন গ্লামার ওয়ার্ল্ডকে। যদিও শুধুমাত্র ‘কুছ কুছ হোতা হে’ নয় এরপরেও ‘বাদল’ ও ‘হর দিল যো প্যায়ার করে গা’ ছবিতেও শিশু চরিত্রে অভিনয় করেছেন সানা সায়ীদ।

পরে অবশ্য টেলি ধারাবাহিকেও কাজ করেছেন তিনি। যার মধ্যে রয়েছে ‘কুমকুম-এক প্যায়রা সা বন্ধন’, ‘শ্বশুরাল গেঁদা ফুল’ এর মতন বেশ কিছু জনপ্রিয় ধারাবাহিক।

নিজের স্যোশাল মিডিয়া হ্যান্ডেলে বেশ অ্যাক্টিভ এই অভিনেত্রী। মাঝেমাঝেই নিজের হট অবতারে ধরা দেন এই অভিনেত্রী। তাঁর লালস্যময়ী ফিগারে ওয়েস্টার্ন লুকের ছবি হাজার হাজার অনুগামীদের ঘুম কারতে বাধ্য।

কখনও বিকিনিতে আবার কখনও শুধুমাত্র অন্তর্বাস পড়েই ছবি পোস্ট করেন এই অভিনেত্রী। সেই ছোট্ট অঞ্জলী এখন তাঁর নিজের আকর্ষণীয় শরীরে তাঁর অনুগামীদের মনে ঝড় তুলেছেন।

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *