‘শাহরুখ না থাকলে আমি এখানে পৌঁছতে পারতাম না’: দীপিকা

শাহরুখ খান ও অভিনেত্রী কাজলের জুটি হিন্দি সিনেমায় কার্যত সবথেকে উল্লেখ্য একটি নাম। তবে নতুন প্রজন্মে কিং খানের প্রধান নায়িকা কিন্তু দীপিকা পাডুকোন।

‘ওম শান্তি ওম’ সিনেমা থেকে শুরু দুজনের যাত্রা। তারপরে ‘চেন্নাই এক্সপ্রেস’, ‘হ্যাপি নিউ ইয়ার’ ও এবার ‘পাঠান’ সবকটি সিনেমাই বক্সফিসে সফল। তবে পাঠানের সফলতা কার্যত সবথেকে আলাদা তা বলার অপেক্ষা রাখে না। ৬৭৫ কোটি টাকার গন্ডি ৮ দিনের ভিতরে ছাড়িয়ে ফেলেছে এই সিনেমা।

আর সাফল্যের পরে প্রথমবারের জন্য শাহরুখ , দীপিকা, জন আব্রাহাম থমবারের জন্য সাংবাদিক সম্মেলন করেছিলেন। একদিকে হাসিমজা যেমন ছিল তেমনই বিভিন্ন কথার মাঝে নায়িকার চোখের কনে দেখা মিলেছে জল। শাহরুখ ‘জিরো’ সিনেমার ফ্লপের পরে মানসিক ভাবে বিপর্যস্ত ছিলেন কতটা সেই বিষয়ে প্রথমবারের জন্য মুখ খুলেছিলেন নিজেই। কিন্তু নায়িকা দীপিকা পাডুকোন কার্যত শাহরুখ খানের কথা বলতে গিয়ে কেঁদে ফেলেছেন।

নায়িকা বলেন -“আমি, শাহরুখকে একজন শিল্পী হিসেবে যত না বেশি শ্রদ্ধা করি, তার থেকেও মানুষ হিসাবে তাঁকে অনেক বেশি শ্রদ্ধা করি। শাহরুখ না থাকলে আজ আমি এখানে পৌঁছতেই পারতাম না। কিংবা যদি ও আমার পাশে না থাকতো”। বলতে বলতেই দীপিকার দু চোখ সম্পূর্ণ ভিজে উঠতে দেখা গেছে। এটুকুই নয় তার সাথেই নায়িকা বলেছেন তাঁরা একসাথে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন যা খুবই মজার।

তবে এই ধরণের চরিত্রে প্রথমবার অভিনয় করে খুবই ভালো লাগছে। সিনেমার বাইরেও শাহরুখ-দীপিকা বন্ড কতটা শক্ত তা নিজেই সকলকে জানান সকলের প্রিয় ‘শান্তিপ্রিয়া’। গতকাল অর্থাৎ বৃহস্পতিবার সিনেমা রিলিজের অষ্টম দিনে ১৭.৫০ কোটি টাকা আয় করেছে। সপ্তাহের শেষে খুব সহজেই ৭০০ কোটির গন্ডি পেরিয়ে যাবে তা বলার অপেক্ষা রাখে না।

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *