শার্লিন চোপড়াকে যৌন নির্যাতন – শিল্পা শেট্টির স্বামী রাজ কুন্দ্রার নামে FIR

ফের আইনি গেরোয় শিল্পা শেট্টির স্বামী রাজ কুন্দ্রা। জানা গিয়েছে, শার্লিন চোপড়া শিল্পার স্বামী রাজের নামে FIR দায়ের করেছেন জুহু থানায়। সেই এফআইআরে নাম রয়েছে শিল্পারও। তারকা দম্পতির প্রতি শার্লিনের অ’ভিযোগ, তাঁর ওপর যৌ’ন ও মানসিক নির্য়াতন করেছেন তাঁরা।

সংবাদসংস্থা ANI-কে শার্লিন চোপড়া জানিয়েছেন, ‘আমি এফআইআর দায়ের করেছি রাজ কুন্দ্রার বিরু’দ্ধে। তিনি আমা’র উপর যৌ’ন নি’র্যাতন তো করেছেনই, একই স’ঙ্গে আমাকে ঠকিয়েছেন এবং হু’মকিও দিয়েছেন।’

এর আগেও চলতি বছরেই রাজের নামে একটি এফআইআর করেছিলেন শার্লিন। যেখানে শার্লিনের দাবি ছিল রাজ কুন্দ্রা তাঁর স’ঙ্গে জোর করে ঘনিষ্ঠ হওয়ার, তাঁকে চুমু করার চেষ্টা করেছিল। নিজেকে বাঁচাতে সেই সময় বাথরুমে আশ্রয় নিতে হয় তাঁকে। স’ঙ্গে শার্লিনের দাবি ছিল, সেই সময় রাজ জানিয়েছিলেন শিল্পার স’ঙ্গে তাঁর সম্পর্ক মোটেও ঠিক নয়।

প্রস’ঙ্গত, জামিনে মুক্তি পাওয়ার কয়েক স’প্ত াহ বাদেই নিজেদের আইনজীবী মা’রফত একটি যৌ’থ আইনি বিবৃতি দিয়েছেন শিল্পা শেট্টি ও রাজ কুন্দ্রা। যাতে বলা হয়েছে, ‘জনসমক্ষে আমা’দের বিরু’দ্ধে শার্লিন চোপড়া যা বলবেন তা মানহানি হিসেবেই ধ’রা হবে এবং সেটা করে আ’দালতের নির্দেশের অবমাননা করবেন। মন্তব্যের জন্যে শার্লিন চোপড়াকে আইনি জটিলতায় পড়তে হবে।’

রাজ কুন্দ্রার বিরু’দ্ধে প’র্ন ছবি তৈরির অ’ভিযোগের মা’মলায় সাক্ষী হিসেবে নিজের বয়ান দিয়েছেন তিনি। শার্লিনের দাবি, তিনি চান যেই সমস্ত নিরীহ মেয়েকে দিয়ে জোর করে প’র্ন ছবিতে অ’ভিনয় করানো হয়েছে, তাঁরা ন্যায়বিচার পাক। দোষীর শাস্তি হোক।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*