শামির পক্ষ নিয়ে পাকিস্তানি সাংবাদিকের সঙ্গে ইরফানের তুমুল ঝগড়া

চলতি আইপিএলে নতুন দল লখনউ সুপার জায়ান্টসকে উড়িয়ে দিয়ে নিজেদের যাত্রা শুরু করেছিল আরেক নবাগত গুজরাট টাইটান্স। সেই ম্যাচে নজর কেড়েছিল মোহাম্মদ শামির বোলিং।

পাওয়ার প্লেতে ৩ উইকেট নিয়েছিলেন এই পেস তারকা। এরপর শামির প্রশংসা করে টুইটারে ইরফান পাঠান লেখেন, ‘বিশ্ব ক্রিকেটে মোহাম্মদ শামির মতো নতুন বলের ব্যবহার খুব কম বোলারই করতে পারে।

পাঠানের সেই টুইটে পাকিস্তানের সাংবাদিক ইহতিশাম উল হক মন্তব্য করেন, ‘ওরা খেলতে পারেনি। ‘ গত বছর অক্টোবরে টি-টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তানের কোনো ব্যাটারকে আউট করতে পারেননি ভারতীয় বোলাররা।

সেই দলে ছিলেন মোহাম্মদ শামিও। তিনিও কোনো উইকেট পাননি। সেই ঘটনার কথাই মনে করিয়ে দিতে চেয়েছেন পাকিস্তানি সাংবাদিক। পাঠান যদিও সাংবাদিকের খোঁচার উত্তর দিতে দেরি করেননি।

সাবেক ভারতীয় অলরাউন্ডার সঙ্গে সঙ্গে লেখেন, ‘২০০৩ বিশ্বকাপে ওয়াসিম আকরামও কিন্তু শচীন টেন্ডুলকারের ব্যাটকে হারাতে পারেনি। এর মানে আকরাম কি বল করতে পারেন না?’ এরপর তিনি হ্যাশট্যাগে লেখেন ‘#সস্তা বিশেষজ্ঞ’। সেই সাংবাদিকও পাল্টা টুইট করে লেখেন, ‘সস্তার বিশেষজ্ঞ সস্তার ধারাভাষ্যকারের থেকে বেশি জানে।

আকরামের বলে শচীনের ক্যাচ ফেলে দিয়েছিলেন রাজ্জাক। পাকিস্তানের বিপক্ষে বিশ্বকাপের মঞ্চে শচীনের সেরা দুটি ইনিংসের মধ্যে পাঁচবার ক্যাচ পড়েছিল। এবার আমাকে হরভজন সিংহের মতো ব্লক করে দেবেন না। ‘

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *