বর্তমানে মানুষজন বলিউড-টলিউডের পাশাপাশি দক্ষিণী ইন্ডাস্ট্রির কাজকেও সমানভাবে পছন্দ করছেন। বরং যুব সমাজ আজকাল দক্ষিণী সিনেমা বেশী দেখে থাকে। বেশ কিছু দক্ষিণী অভিনেতা ও অভিনেত্রীরা জগত জোড়া খ্যাতীয় অর্জন করেছেন। তার মধ্যে একজন বিখ্যাত অভিনেত্রী হলেন রশ্মিকা মান্দানা ।
২০২১ এ প্রকাশিত হওয়া ‘পুষ্পা: দা রাইজ’সিনেমায় নায়িকার অভিনয় করে তিনি সফলতার শিরোপা অর্জন করেছেন। এরপর শুধুমাত্র দক্ষিণের সিনেমাতেই সীমাবদ্ধ রয়েছেন তা নয়, বলিউডেও বেশ কিছু সিনেমার কাজ পেয়েছেন তিনি। তার মিষ্টি হাসি এবং তার মিষ্টি ব্যবহারে কুপোকাত গোটা দুনিয়া। তার ফলোয়ারের সংখ্যা প্রচুর।
সম্প্রতি তিনি মুম্বাইতে এসেছিলেন কোন এক কর্মসূত্রে। সেখানে এসে ইন্টারভিউতে উপস্ মোমেন্টের শিকার হলেন তিনি। সেই ইন্টারভিউতে তিনি একটি হলুদ রঙের ফুল হাতা সার্ট টাইপের
ওয়ান পিস পড়েছিলেন। তাকে বারংবারই সোফায় বসে জামা ঠিক করতে দেখা যাচ্ছিল। এই মুহূর্ত মিডিয়ার ক্যামেরাতে ধরা পড়ার পরই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়। এই নিয়ে নেটিজেনদের মধ্যে সমালোচনার ঝড় ওঠে।
অনেকেই তীব্র নিন্দা করেন যে, কেন অভিনেত্রীরা এমন জামা কাপড় পড়েন যাতে তারা সকলের সামনে সামলাতে নাজেহাল হয়ে যান। আসলে রশ্মিকা মান্দানা সোশ্যাল মিডিয়ায় ভীষণই বিখ্যাত।
তার সমস্ত ছবি, ভিডিও ভাইরাল হয় মুহূর্তের মধ্যে। তাই তিনিও যে ক্যামেরার সামনে উপস্ মোমেন্টের শিকার হয়েছেন, ,সেটিও ভাইরাল হতে বাকি নেই। এর পাশাপাশি ‘পুষ্পা ২’ তেও তাকে দেখা যাবে বলে শোনা যাচ্ছে। আর সেই নিয়েও তিনি মিডিয়াতে চর্চার কেন্দ্রবিন্দু হয়ে উঠেছেন।
Leave a Reply