টলিউডের এই প্রজন্মের নায়িকাদের মধ্যে অন্যতম চর্চিত নাম হল মিমি চক্রবর্তী। অভিনয় থেকে শুরু করে রাজনীতি সব জায়গাতেই তার অবাধ বিচরণ। পাশাপাশি সক্রিয় থাকেন সোশ্যাল মিডিয়াতেও। আর সেখানেই নিত্যদিন নতুন নতুন অবতারে নিজেকে মেলে ধরেন।
কখনও ট্রাডিশনাল পোশাক তো কখনও আবার ওয়েস্টার্ন পোশাক, সবেতেই তিনি সমান লাস্যময়ী। আর মিমির এইসব পোশাক নিয়ে চর্চাও হয় বিস্তর। তবে তার সাম্প্রতিক পোস্ট দেখে চর্চার চেয়েও বেশি কটাক্ষ শুরু হয়েছে নেট মহলে। রীতিমত কাটাছেঁড়া চলছে মিমি-কে নিয়ে।
আসলে সদ্যই নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেল থেকে একগুচ্ছ ছবি পোস্ট করেছেন অভিনেত্রী। আর অভিনেত্রীর এই লুক দেখে হুঁশ উড়েছে নেটিজেনদের। এসেছে নানা ধরণের তীর্যক মন্তব্য। মিমির এই সাম্প্রতিক পোস্টে তিনি পরে রয়েছেন গর্জাস নীল ব্লেজার এবং ম্যাচিং ট্রাউজার। আর এই ব্লেজারের ফাঁক দিয়ে উঁকি দিচ্ছে ডিপ নেক অন্তর্বাস।
পুরো লুক-টা কম্প্লিট করতে মিমি পরেছেন মানানসই জুয়েলারি, মুখের নিউড মেকআপ এবং ঠোঁটের নিউড লিপস্টিক এবং বেশ পরিপাটি করে চুল বেঁধেছেন তিনি। এরপর একটি সোফায় বসে বিভিন্ন ভঙ্গিমায় পোজ দিয়েছেন তিনি। পাশাপাশি পোস্টের ক্যাপশনে দিয়েছেন নীল টার্গেট ইমোজির সঙ্গে একটি নীল ভালোবাসার ইমোজি।