বর্তমান বাংলা চলচ্চিত্র জগতের জনপ্রিয় অভিনেত্রী হলেন ঈশা সাহা। কখনও দেবের কমলিনী, কখনও সোনাদার সঙ্গী ঝিনুক হয়েছেন ঈশা। আবার কখনও ভালোবেসে বুনেছেন ‛সোয়েটার’। তবে এবার এই সব কিছুই ছাপিয়ে বোল্ড লুকে ধরা দিয়েছেন অভিনেত্রী। আর সেই দেখেই নেটিজেনদের মনে চড়ছে উষ্ণতার পারদ।
সম্প্রতি ঈশা নিজের ফেসবুক হ্যান্ডেলে একটি ছবি শেয়ার করেছেন। স্নানঘর থেকে বাথটবে শুয়ে ক্যামেরার সামনে পোজ দিয়েছেন অভিনেত্রী। শরীরে ও মাথায় জড়ানো সাদা তোয়ালে। ফটোগ্রাফার শিলাদিত্যর তোলা ছবিতে যেন এক অন্য মেজাজেই ধরা দিয়েছেন ঈশা। কিছুটা
আনমোনা আর অনেকটা আবেদনময়ী লুকে ঈশার এই ছবি ভাইরাল (Viral) হতে খুব একটা বেশি সময় লাগেনি। ছবি দেখে একের পর এক লাইক ও কমেন্টের বন্যায় ভরিয়েছেন নেটিজেনরা।
প্রসঙ্গত, আইন নিয়ে পড়াশোনার পর স্টার জলসার পর্দায় শ্রী ভেঙ্কটেশ ফিল্মের ব্যানারে ‛ঝাঁঝ লবঙ্গ ফুল’ নামের ধারাবাহিক দিয়ে প্রথম অভিনয় জগতে পা রাখেন ঈশা। এরপর ২০১৭ সালে তার প্রথম বড় পর্দায় সফর শুরু হয়।
প্রজাপতি বিস্কুট, গুপ্তধনের সন্ধানে, সোয়েটার, দুর্গেশগড়ের গুপ্তধন, মহানন্দা, গোলন্দাজ র মতো সিনেমায় অভিনয় করে অগণিত দর্শকদের ভালোবাসা ও প্রশংসা দুইই কুড়িয়েছে।
এই মুহূর্তে দাঁড়িয়ে ঈশার কেরিয়ার আকাশমুখী। তার হাতে রয়েছে একাধিক প্রজেক্ট। যার মধ্যে রয়েছে দেব ও প্রসেনজিৎ অভিনীত ছবি ‛কাছের মানুষ’। এছাড়াও রয়েছে ‛কর্নসুবর্ণের গুপ্তধন’ ও ‛কলকাতা চলন্তিকা’।