মাত্র কিছুদিনেই নেট দুনিয়ায় ঝড় তুলেছে ‘পাঠান’ ছবির গান ‘বেশরম রং’। ছবিটি ইতিমধ্যেই বক্স অফিসে ব্যাপক পরিমাণে ব্যবসা করেছে। শুধু দেশেই নয়, বিশ্বজুড়ে রেকর্ড পরিমাণ ব্যবসা করে ফেলেছে ‘পাঠান’। জার্নি এখনও অনেক বাকি। যশরাজ ফিল্মসের স্পাই ইউনিভার্সের এই ছবিতে মুখ্য চরিত্রে দেখা গিয়েছে শাহরুখ খান, দীপিকা পাড়ুকোন, জন আব্রাহামকে।
এছাড়াও গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন ডিম্পল কাপাডিয়া, আশুতোষ রানা ও আরও অনেককে। ছবি মুক্তির আগে একাধিক বিতর্ক তৈরি করে ‘পাঠান’। বিশেষ করে ছবির অন্যতম জনপ্রিয় গান ‘বেশরম রং’। এতদিন এই প্রসঙ্গে মুখ খুলতে দেখা যায়নি দীপিকা পাড়ুকোনকে। অবশেষে তিনি নিজের প্রতিক্রিয়া দিলেন।
সম্প্রতি এক সাক্ষাতকারে দীপিকা জানান যে, এই গানের সঙ্গে যুক্ত থাকতে পারাকে তিনি সৌভাগ্যের বলে মনে করছেন। দীপিকা বলেন, ‘এমন একটা গানের সঙ্গে জড়িয়ে থাকতে পেরে নিজেকে ভাগ্যবান বলে মনে হচ্ছে। আমার মনে হয়, যেকোনও পারফরম্যান্সের ক্ষেত্রেই আত্মবিশ্বাসটা অত্যন্ত জরুরি। আর নিজের প্রতি বিশ্বাস রেখে পারফর্ম করার সুযোগ যখন দেওয়া হচ্ছে, তখন সেভাবেই পারফর্ম করতে হয়।
তোমাকে দেখতেও সুন্দর লাগতে হবে। তার সঙ্গে নিজের সেরাটাও দিতে হবে। তাই আমি সবসময়ই ওঁর সঙ্গে কাজ করতে চাই। গানটিতে পারফর্ম করার আগে আমি কোনওরকম স্নায়ুচাপে ভুগছিলাম না। কারণ, কেমন হতে চলেছে বা কীভাবে শ্যুটিং হতে চলেছে, তা আমার জানা ছিল। আমি শুধু ওঁর নির্দেশ মতো করে গিয়েছি।’