কিছুদিন আগে একটি সাক্ষাৎকারের জেরে ট্রোল হতে হয়েছিল সোনাক্ষী সিনহা (Sonakshi Sinha)-কে।
সোনাক্ষী বলেছিলেন, তাঁরা কাজ না পেলে কখনও ইন্ডাস্ট্রির আউটসাইডারদের মতো কান্নাকাটি করেন না। এই সাক্ষাৎকারের পরে তাঁকে ট্রোল করেছিলেন নেটিজেনদের একাংশ। এবার সোনাক্ষীকে দেখা গেল ‘লুঙ্গি ডান্স’ করতে।
রণবীর সিং (Ranveer Singh) ও অর্জুন কাপুর (Arjun Kapoor) অনুষ্ঠানটি সঞ্চালনা করছিলেন। সেই সময় দীপিকা (Dipika Padukone)-এর সঙ্গে রণবীরের প্রেমের গুজব চলছে।
তার মাঝেই ভিডিওতে দীপিকাকে দেখা যাচ্ছে, সোনাক্ষীর ‘লুঙ্গি ডান্স’ দেখে তিনি রীতিমত উচ্ছ্বসিত। অনুপম খের (Anupam Kher)-ও সোনাক্ষীর নাচ উপভোগ করছিলেন।
খুব শীঘ্রই সোনাক্ষীকে দেখা যাবে হরর কমেডি ফিল্ম ‘কাকুড়া’-য়। এই ফিল্মে তাঁর বিপরীতে অভিনয় করছেন রীতেশ দেশমুখ (Riteish Deshmukh) ও শাকিব সালেম (Saqib Saleem)-কে।
সোনাক্ষী অভিনীত সাম্প্রতিক ফিল্ম ‘ভুজ : দ্য প্রাইড অফ ইন্ডিয়া’ চলতি বছরের 13 ই অগস্ট ওটিটি প্ল্যাটফর্ম ডিজনি হটস্টারে রিলিজ করেছে।