লাল ব্লাউজে উন্মুক্ত ব;ক্ষভাজ, ভাইরাল সানি লিওনি

খুব সম্প্রতি কিভাবে ছুটি কাটাতে গিয়েছেন নীল ছবির নায়িকা সানি লিওনি। নীল ছবি কে অনেক আগেই বিদায় জানিয়েছেন তিনি। স্বামী সন্তানকে নিয়ে সুখে সংসার করছেন তিনি। বলিউডে তার রয়েছে অবাধ যাতায়াত।

সম্প্রতি তার কেরালা ঘুরতে যাবার কিছু ছবি তিনি করেছেন সোশ্যাল মিডিয়ায় পোস্ট। ছবিগুলি দেখে আপনিও হয়ে যেতে পারেন হতভম্ব।

ছবিগুলিতে দেখা যাচ্ছে যে একেবারেই কেরলের মহিলাদের মধ্যে সেজেছেন সানি লিওনি। কপালে রয়েছে চন্দন এর টিকা। পরনে রয়েছে শাড়ি। হাতে মানানসই লাল চুড়ি। কানের ঝোলা দুল।

সব মিলিয়ে যেন তাকে দেখতে লাগছে অসাধারণ। ব্লাউজের ফাঁক থেকে বুকের খাঁজ যেন একেবারে স্পষ্ট দেখা যাচ্ছে। যেহেতু কেরালা চন্দনের জন্য বিখ্যাত তাই কপালে চন্দনের টিকা লাগাতে ভোলেননি অভিনেত্রী।

ছবিগুলি পোস্ট করে অভিনেত্রী ক্যাপসানে লিখেছেন যে, ভগবানের দেশে এসেছি। সত্যি কেরল যে একটি অনন্য দেশ তা আমরা সকলেই জানি। কেরালায় প্রকৃতির পরিবেশের পাশাপাশি তাদের মানুষজনের ব্যবহার খুব সুন্দর।

এর আগেও সুইমিংপুলে একটি ছবি পোস্ট করেছিলেন তিনি। সুইমিংপুলে ছুটির আমেজে শুয়ে ছিলেন অভিনেত্রী। মাথায় ছিল একটি বড় টুপি।

টুপিতে বড় বড় করে লেখা রয়েছে তার নাম। সব মিলিয়ে যেন সানি লিওনের প্রত্যেকটি ছবি সোশ্যাল মিডিয়াতে আ’গুন ধরিয়ে দেয়।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*