১৯ বছরে পড়লেন ইব্রাহিম খান। ইব্রাহিমের জন্মদিনে ভাইয়ের সঙ্গে ছবি শেয়ার করেন সারা আলি খান। মালদ্বীপে গিয়ে সারা এবং ইব্রাহিমের পুরনো ছবিই আপাতত ভাইরাল সোশ্যাল মিডিয়ায়।
ভাইয়ের জন্মদিনে কাছে নেই সারা আলি খান। ভাইকে মিস করে তাই মালদ্বীপের পুরনো ছবি শেয়ার করেন সাইফ-কন্যা। যে ছবিতে রংবেরংয়ের বিকিনিতে দেখা যায় সারাকে।
সাইফ-কন্যার ওই ছবি প্রকাশ্যে আসার পরই শুরু হয়ে যায় জোর শোরগোল।
ভাইয়ের সঙ্গে সারাকে বিকিনিতে পরতে দেখে কেউ তাকে লাজলজ্জাহীন মহিলা বলে কটাক্ষ করতে শুরু করেন। আবার কেউ বলতে শুরু করেন, লজ্জা কি বিক্রি করে দিয়েছেন সারা?
আবার কেউ প্রশ্ন তুলতে শুরু করেন, ভাইয়ের সঙ্গে কেউ এমন ছবি পোস্ট করে? কেউ আবার সারার ধর্ম নিয়েও তুলতে শুরু করেন প্রশ্ন। ভাই-বোনের পবিত্র সম্পর্ককে কলুষিত করছেন সারা।
এই মহিলার ডুবে মরে যাওয়া উচিত বলেও কেউ কেউ জোর আক্রমণ করতে শুরু করেন কেদারনাথ অভিনেত্রীকে।
যদিও শত সমালোচনার মুখে পড়েও এ বিষয়ে পাল্টা কোনো মন্তব্য করেননি সারা আলি খান।
Leave a Reply