পরণে আকাশি রঙের মনোকিনি। উন্মুক্ত বক্ষ খাঁজ! হট অবতারে সোশ্যাল মিডিয়ায় উষ্ণতার পারদ চড়ালেন ত্রিধা চৌধুরী। বাঙালি এই অভিনেত্রীকে নিয়ে আশাকরি নতুন করে বলার কিছু নেই।
বাংলার বাইরেও বিভিন্ন রাজ্যেও তিনি কাজ করে বেড়াচ্ছেন। এমনকি তেলেগু ছবিতেও তিনি অভিনয় করেছেন। আর প্রতি ক্ষেত্রেই তিনি প্রশংসা কুড়ান ভক্তদের। বলা যায় খুব কম সময়েই মধ্যেই ফিল্মি দুনিয়ায় তিনি নিজের জায়গা তৈরি করেছেন।
অভিনেতা ববি দেওলের অপরাধ সিরিজ ‛আশ্রম’-এ ববিতা চরিত্রে অভিনয় করেছিলেন ত্রিধা। একেবারে ঘরোয়া গৃহবধূর বেশে তার লুক নজর কেড়েছিল সকলের। ২০১৩ সালে সৃজিত মুখোপাধ্যায়ের হাত ধরে ‛মিশর রহস্য’ ছবি দিয়ে নিজের কেরিয়ার শুরু করেন অভিনেত্রী।
এরপর তাকে টলিউডে ‛খাদ’, ‛শেষ থেকে শুরু’, ‛কাগজের নৌকো’ সিনেমায় দেখা গিয়েছে। সিনেমা হোক বা ওয়েব সিরিজ দু জায়গায়ই নিজের জমি শক্ত করেছেন।
তবে, বলা চলে ববি দেওয়লের বিপরীতে ‛আশ্রম’ সিরিজে অভিনয় করার পর থেকেই তিনি বেশি করে এসেছেন চর্চায়। যেখানে ববি দেওয়লের সঙ্গে তাকে ঘনিষ্ঠ দৃশ্যে অভিনয় করতে দেখা গিয়েছিল।
পর্দায় ত্রিধা আর বাস্তবের ত্রিধার মধ্যে রয়েছে আকাশ পাতাল ফারাক। বোল্ড বিউটি ত্রিধা মাঝেমধ্যেই হট লুকে নজর কাড়েন নেটিজেনদের। কখনও টাওয়াল জড়িয়ে আবার কখনও বিকিনি লুকে তাকে দেখে ঘাম ঝড়ে পুরুষ ভক্তদের।
সম্প্রতি ত্রিধা নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে শেয়ার করেছেন একটি ভিডিও। যেখানে তার পরণে রয়েছে আকাশি রঙের একটি মনোকিনি। হাতে হলুদ রঙের ছোট ব্যাগ। বান্ধবীর সঙ্গে ট্রান্সপারেন্ট পোশাকে তার লুক দেখে কাত সকলেই।
বান্ধবীর সঙ্গে তাকে হেঁটে আসতে দেখা যাচ্ছে। ব্যাকগ্রাউন্ডে বাজছে ইংলিশ গান। হাঁটতে হাঁটতে সমুদ্রের দিকে যেতে দেখা যাচ্ছে তাদের। এই ভিডিও ছাড়াও মনোকিনি পরা একটি ছবিও শেয়ার করেছেন অভিনেত্রী। সবমিলিয়ে সোশ্যাল মিডিয়ায় তুমুল ভাইরাল ত্রিধার এই ভিডিও।
Leave a Reply