রোহিতকে বাদ দিয়ে পোলার্ডকে মুম্বাইয়ের অধিনায়ক করার পরামর্শ

একের পর এক হারে বিপর্যস্ত মুম্বাই ইন্ডিয়ান্স। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) সবচেয়ে সফল দলটি পাঁচবার জিতেছে শিরোপা, অথচ এবার পাঁচ ম্যাচ খেলে এখনও জয়হীন। দলের ভাগ্য ফেরাতে অধিনায়কত্ব পরিবর্তন করার দাবি জানিয়েছেন অনেকে।

সেই দলে নাম লিখিয়েছেন ভারতের ধারাভাষ্যকার সঞ্জয় মাঞ্জরেকারও। মুম্বাইয়ের দীর্ঘদিনের সারথি ক্যারিবীয় সুপারস্টার কাইরন পোলার্ড। রোহিতকে নেতৃত্ব থেকে সরিয়ে পোলার্ডকে অধিনায়ক করার পরামর্শ দিয়েছেন মাঞ্জরেকার।

ইএসপিএনক্রিকইনফোকে মাঞ্জরেকার বলেন, ‘রোহিত গত তিন আসর ধরে নিশ্চিন্তে খেলতে পারছে না। এ সময় তার স্ট্রাইক রেটও ভালো নয়। আমি ভেবেছিলাম আইপিএলের আগে রোহিত পোলার্ডের হাতে নেতৃত্ব তুলে দিয়ে কোহলির মত শুধু একজন ব্যাটার হিসেবে খেলবে।’

মাঞ্জরেকার শুধু ভেবেই বসে থাকেননি, একইসাথে পোলার্ডকে অধিনায়কত্ব দেওয়ার দাবি জানিয়েছেন এখনও। তিনি বলেন, ‘পোলার্ড অনেক ভালো আন্তর্জাতিক অধিনায়ক। তার সেই সামর্থ্য আছে। সে যেসব ছক্কা হাঁকায়, এখান থেকেই তা বোঝা যায়। চাপের মুখেও সে দলে অবদান রাখতে পারবে।’

রোহিত বর্তমানে ভারতের তিন ফরম্যাটের অধিনায়ক। তাকে অধিনায়কত্ব থেকে সরিয়ে দেওয়া তাই বেশ ভাবনার বিষয় হবে মুম্বাইয়ের জন্য, যদি না রোহিত নিজ থেকে নেতৃত্ব থেকে সরে আসেন।

ভারতীয় সমর্থকরা অবশ্য রোহিতের নেতৃত্ব দিয়ে বেশ উদ্বিগ্ন। মুম্বাইকে নিজ দলের প্রতিদ্বন্দ্বী ভাবেন যারা- জাতীয় দলের অধিনায়কের ছন্দহীনতা দুশ্চিন্তার কারণ তো তাদের জন্যও!

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *