রূপের জাদুতে টলিউডের নায়িকাদেরও হার মানাবে টোটার স্ত্রী, রইলো তার ছবি

বর্তমানে প্রতিটি বাঙালির প্রাণকেন্দ্র হয়ে উঠেছে এই টেলিভিশন জগত। আর সেখানে দিনের পর দিন নতুন নতুন ধারাবাহিকগুলি রীতিমতো সঙ্গী হয়ে উঠছে প্রতিটি সিরিয়ালপ্রেমীদের কাছে। প্রতিদিন সেই সিরিয়ালগুলিতে নানারকম ঝলক থাকে।

তেমনই সন্ধ্যে স্টার জলসার পর্দায় শ্রীময়ী ধারাবাহিকটি দেখার জন্যে মুখে থাকেন সবাই। যে সিরিয়ালের এখন প্রাণকেন্দ্র শ্রীময়ী আর রোহিত সেন।

তবে রোহিত সেনের চরিত্রটা এখন সবার খুব কাছের হয়ে গিয়েছে। যে চরিত্রে অভিনয় করছেন স্বনামধন্য অভিনেতা টোটা রায়চৌধুরী, তাঁর দুর্দান্ত অভিনয়ে মুগ্ধ হয়েছেন সবাই।

চল্লিশ পেরিয়েও তাঁর সুঠাম চেহারা আর দক্ষতার বলে তাঁর এখন বিশাল বড় ফ্যানবেস। ইতিমধ্যেই পেয়েছেন দুটো বিয়ের প্রস্তাব, যা অভিনেতা নিজের মুখেই স্বীকার করেছেন। এই ধারাবাহিকে অভিনয় করতে করতেই তিনি সৃজিত মুখার্জি পরিচালিত ‘ফেলুদা ফেরত’

চরিত্রে অভিনয় করে যথেষ্ট প্রশংসা পেয়েছেন টোটা রায়চৌধুরী। রোহিত সেন যে বাস্তবের হাজার হাজার রমনীদের স্বপ্নের পুরুষ ইতিমধ্যেই হয়ে উঠেছেন তা আর আলাদা করে বলার দরকার নেই।

শরীরচর্চাই তাঁর জীবনের প্রথম এবং শেষ প্রাইওরিটি। কোলকাতা ইউনিভার্সিটি থেকে স্নাতক হয়ে প্রথমে আর্মিতে যোগ দেওয়ার ইচ্ছা প্রকাশ করেছিলেন টোটা কিন্তু পরে ভাগ্যের জোরে অভিনয়ে চলে আসেন তিনি।

১৯৯৬ সালে ‘লাঠি’ ছবিতে অভিনয়ের মাধ্যমে প্রথম অভিনয় জগতে পা রাখেন টোটা। ছোটপর্দায় তিনি তারানাথ তান্ত্রিকের মাধ্যমে পা রেখেছিলেন। কিন্তু জানেন কি এই অভিনেতার বাস্তবে কার মনের মানুষ! অর্থাৎ তাঁর স্ত্রী কে?

২০০৫ সালে তিনি শর্মিলি রায়চৌধুরীর সঙ্গে বিয়ে হয় টোটার। বর্তমানে তাঁদের একটি কন্যা সন্তান রয়েছে। কিন্তু টোটা রায়চৌধুরী কেরিয়ারের শুরু থেকেই স্পষ্টবাদী। বরাবরই শান্ত এবং মার্জিত ভাষায় কথা বলতে ভালোবাসেন তিনি।

ঋতুপর্ণ ঘোষ পরিচালিত ‘চোখের বালি’ ছবিতে দুর্দান্ত অভিনয়ের জন্য তিনি অমিতাভ বচ্চন এবং নাসিরউদ্দিন শাহ-র মতন অভিনেতাদের প্রশংসা পেয়েছিলেন। এছাড়া অনেক সময়ে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করলেও ছবির পোস্টারে রাখা হয়নি তাঁর ছবি।

পরে জানতে পেরেছিলেন নায়কের কথাতেই পোস্টারে রাখা হয়নি তাঁকে। কিন্তু এতকিছুর পরও থেমে থাকেননি তিনি। নিজের লড়াই এবং দুর্দান্ত অভিনয়ের জোরে তিনি আজও শীর্ষে বিরাজ করেন।

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *