যে করনে আইনি ঝামেলায় জড়ালেন ভারতের জনপ্রিয় অভিনেত্রী সামান্থা! দেখুন ভিডিও

আইনি ঝামেলায় জড়ালেন ভারতের দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেত্রী সামান্থা। তার বিরুদ্ধে মামলা হয়েছে। আইটেম গানে নাচের কারণে এই অভিনেত্রীর বিরুদ্ধে মামলা দায়ের করেছে একটি পুরুষ সমিতি।

আল্লু অর্জুনের ‘পুষ্প’ ছবির ‘ও আন্তাভা’ শিরোনামের আইটেম গানে পুরুষদের লম্পট হিসেবে উপস্থাপন করার জন্য এ মামলাটি করা হয়। অন্ধ্র প্রদেশের আদালতে মামলাটি দায়ের করা হয়েছে এবং গানটির ওপর নিষেধাজ্ঞা আরোপ করার জন্য আবেদন করা হয়েছে। কিন্তু আদালত এখনও মামলাটি নিষ্পত্তি করেননি।

তামিল, তেলেগু ভাষার পাশাপাশি হিন্দিতেও প্রকাশ পেয়েছে ‘ও আন্তাভা, ও ও আন্তাভা’ গানটি। হিন্দি সংস্করণটিতে কণ্ঠ দিয়েছেন কণিকা কাপুর। লিখেছেন রাকিব আলম।সুর করেছেন দেবী শ্রী প্রসাদ।

এই সিনেমার কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করছেন আল্লু অর্জুন। তাকে পুষ্পা রাজ নামের এক চোরাকারবারির চরিত্রে দেখা যাবে। এতে আল্লুর বিপরীতে আছেন রাশমিকা মান্দানা।

এ ছাড়াও এটির গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন ফাহাদ ফাসিল। সুকুমার পরিচালিত সিনেমাটি আজ (১৭ ডিসেম্বর) তামিল, তেলেগু, মালায়ালাম, হিন্দি ও কন্নড় ভাষায় মুক্তি পেয়েছে।

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *