বিনোদন দুনিয়ার অভিনেতা অভিনেত্রীদের জীবনের সঙ্গে ট্রোলিং অবিচ্ছেদ্য অংশ। আর সে কথা খুব ভাল করেই জানেন অভিনেত্রী শুভশ্রী গঙ্গোপাধ্যায়। নেটপাড়ায় নিন্দুকদের প্রিয় বড়ই তিনি। তাঁর পোশাক থেকে শুরু করে হাসির ধরণ, ইংরেজি বলা, নাচ সবকিছু নিয়েই হয় ট্রোলিং।
মা হওয়ার পর দীর্ঘদিন পর্যন্ত বাড়তি মেদের জন্য কুরুচিকর কটাক্ষের সম্মুখীন হতে হয়েছিল তাঁকে। কিন্তু বেশ সপ্রতিভ ভাবেই নেতিবাচকতাকে বরাবর এড়িয়ে যেতে দেখা গিয়েছে শুভশ্রীকে। সোশ্যাল মিডিয়ায় বেশ সক্রিয় থাকেন অভিনেত্রী। সিনেমার শুটিং, রিয়েলিটি শোয়ের শুটিং সামলে, ইউভানকে সামলেও সোশ্যাল মিডিয়ায় অনুরাগীদের জন্য বেশ খানিকটা সময় দেন তিনি। শেয়ার করে ফটোশুটের ছবি, রিল ভিডিও।
রবিবার ছুটির দিনে বাড়িতেই এমন একটি ভিডিও বানিয়ে শেয়ার করেছিলেন শুভশ্রী। বসার ঘরের আসবাব সরিয়ে ট্রেন্ডিং ‘টাম টাম’ গানে কোমর দোলাতে দেখা গেল শুভশ্রীকে। সঙ্গে অবশ্য ছিলেন তাঁর দিদি দেবশ্রী এবং আরো দুই মহিলা। আর সবার মধ্যমণি হয়ে নাচল পুঁচকে ইউভান। শুভশ্রীর পরনে ছিল একটি কালো টিশার্ট এবং ডেনিম হট প্যান্ট। অন্যদিকে সাদা কালো স্ট্রাইপ শর্ট ড্রেসে দেখা গেল দেবশ্রীকে।
কমেন্ট বক্স ভরা বিচিত্র সব মন্তব্যে। কেউ কেউ চোখই সরাতে পারছেন না ইউভানের দিক থেকে। তার নাচই ভিডিওর লাইমলাইট কেড়ে নিয়েছে, বক্তব্য নেটনাগরিকদের। কিন্তু শুভশ্রীর নাচ দেখে মোটেই খুশি নন তারা। একজন ব্যঙ্গের সুরে লিখেছেন, ‘নাচতে জানে না, আবার ডিবিডির বিচারক হয়েছে’। কারোর মতে, তার বোন এদের থেকে ভাল নাচে।