যেমন বোন ঠিক তার ব্যতিক্রম দিদি, এই নিয়ে তিনবার বিয়ের পিঁড়িতে বসলেন শুভশ্রীর দিদি!

শুভশ্রী গঙ্গোপাধ্যায় টলিউডের এই বিখ্যাত অভিনেত্রী। নিজের অভিনয় দিয়ে মন জয় করেন ভক্তদের। তবে বর্তমানে তার পাশাপাশি চর্চায় রয়েছেন তার দিদি দেবশ্রী গঙ্গোপাধ্যায়। অভিনয় কেরিয়ার তেমন প্রতিভ না হলেও তার ব্যক্তিগত জীবন নিয়ে কাটাছেঁড়া চলছিল কয়েকদিন আগেই। তার বিবাহ ও বিবাহবিচ্ছেদের গল্প নিয়ে কয়েকদিন আগেই খবর হয়েছিল।

তবে ফেব্রুয়ারির শুরুতেই আবার চর্চায় এই অভিনেত্রী। শুরু হল নতুন জল্পনাও। কি এমন হল দেবশ্রী গঙ্গোপাধ্যায়ের সঙ্গে? ঘটনার সূত্রপাত তারই একটি ইনস্টাগ্রাম স্টোরিকে ঘিরে। সম্প্রতি একটি নতুন লুকে ধরা দিয়েছেন অভিনেত্রী। আর তাতেই শোরগোল পড়ল তাকে ঘিরে। কারণ এই পোস্টে অভিনেত্রীকে দেখা গেছে কনের বেশে।

লাল বেনারসি, কপালে চন্দন, মাথায় মুকুট ও রঞ্জিত সিঁথির মাঝ বরাবর সিঁদুরের বলিরেখা- এমনই নববধূর লুকে দেখা গেল তাকে। আর এতেই গুঞ্জন উঠল তার অনুরাগীদের মধ্যে। তাহলে কি আবার সাতপাকে বাঁধা পড়লেন অভিনেত্রী? আবার কি কারো সাথে নতুনভাবে স্বপ্ন দেখতে চাইছেন তিনি? নাকি এটি নিছকই একটি ব্রাইডাল ফটোশ্যুট? ছবির উপরেই এইসব প্রশ্নের উত্তর লেখা।

হাসিমাখানো ছবির উপর অভিনেত্রী লিখেছেন, ‘সেইসব ফটোশুটের দিনগুলি মনে পড়ছে’। এখানেই স্পষ্ট হয়েছে সবকিছু। আগের করা ব্রাইডাল মেকআপের ফটোশুটের একটি ছবি এটি। কয়েকমাস আগেই নববধূর বেশে ক্যামেরাবন্দি হয়েছিলেন অভিনেত্রী। আর এবার সেই স্মৃতিই তিনি ফিরিয়ে আনলেন সামাজিক মাধ্যমের দেওয়ালে।

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *