যার দিকে অনুরাগ-কল্কির দাম্পত্য ভেঙে যাওয়ায় আঙুল উঠেছিল, সেই হুমাই মাতালেন এবার লাল-এ!

লাল কাট-আউট ড্রেসে আগুন জ্বালালেন হুমা কুরেশি। হুমার পরিবারে অভিনয়ের ধারা ছিল না। তাঁর বাবা দিল্লিতে গত ৩০ বছর ধরে নামী কাবাবের দোকান চালান। দিল্লি শহরে ৮৮ টিরও বেশি আউটলেট আছে তাঁদের।

১৯৮৬ সালের ২৮ জুলাই দিল্লিতে জন্ম হুমার। দিল্লি বিশ্ববিদ্যালয় থেকে ইতিহাস নিয়ে পড়াশোনা করেন তিনি। এই সময়েই তিনি থিয়েটারের সংস্পর্শে আসেন। মুম্বইয়ে কিছু দিন থাকার পরে মডেলিংয়ের অফার পেতে শুরু করেন হুমা।

পঞ্চগনিতে একটি বিজ্ঞাপনী ছবিতে তিনি অভিনয় করছিলেন আমির খানের সঙ্গে। ছবির পরিচালক ছিলেন অনুরাগ কাশ্যপ। তিনি হুমার কাজে এতটাই মুগ্ধ হন, কথা দেন পরের ছবিতে তিনি হুমাকে কাস্ট করবেন।

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *