কিছু মাস আগেই সন্তানের মা হয়েছেন বিপাশা। এরপর তাঁকে আর তেমন বাইরে দেখা যায়নি। তিনি তাঁর সমস্ত সময়টাই সন্তানকে দিচ্ছেন। বহুদিন পর ভ্যালেন্টাইন্স ডের দিন স্বামী করণ সিং গ্রোভারের সঙ্গে তিনি বিশেষ মুহূর্ত কাটাতে, এবং নৈশ ভোজ সারতে বাইরে বেরিয়েছিলেন। আরে তাতেই তাঁকে যারপরনাই ট্রোল হতে হল।
আপনি যাই করুন না কেন মানুষজন আপনাকে ট্রোল করবেই। আর আপনি যদি সেলেব হন, তাহলে তো কথাই নেই! এতদিন এক রত্তিকে বাড়িতে রেখে কাজে বেরোনোর জন্য নেটিজেনদের থেকে গাল মন্দ শুনেছেন সোনম কাপুর, আলিয়া ভাট, করিনা কাপুররা। এখন সন্তানের জন্য বাড়িতে থেকে বিদ্রুপের শিকার হলেন বিপাশা বসু!
সন্তান হওয়ার পর বিপাশার চেহারা একটু পাল্টেছে, শরীরে মেদ জমেছে। সেটাই অনেকের না পাসান্দ। তাঁকে দেখে অনেকেই ছবি তুলতে আসেন, তিনি হাসিমুখে সবার সঙ্গে ছবিও তোলেন। একই সঙ্গে জানান তাঁর খুব মন খারাপ করছে বাড়িতে এক রত্তিকে রেখে আসার জন্য। কিন্তু অনেকেরই তাঁর চেহারার জেল্লা, মিষ্টত্ব চোখে পড়েনি। বরং তিনি কেন মোটা হয়ে গিয়েছেন, তাঁকে মোটা হওয়ার পর কেমন লাগছে সেটা নিয়ে চর্চা করতে ব্যস্ত হয়ে পড়েন।
তবে তাঁকে যে কেবলই মোটা হয়ে যাওয়ার জন্য কথা শুনতে হয়েছে এমনটা কিন্তু একদমই নয়। অনেকেই তাঁকে প্রশ্ন করে জানতে চেয়েছেন যে কবে আবার বড়পর্দায় দেখা যাবে? এক ব্যক্তি লেখেন, ‘বড়পর্দায় কবে ফিরছেন?’ আরেক ব্যক্তি লেখেন, ‘বলিউডের সব থেকে নর্মাল বিহেভ করা কাপল।’
যতই বিপাশার ভক্তরা তাঁকে দ্রুত পর্দায় দেখতে চান না কেন এখন তাঁর মোটেই তাড়া নেই কাজে ফেরার। কিন্তু তাঁর ভক্তদের যেন আর তর সইছে না। তবে জানা গিয়েছে শীঘ্রই বিপাশাকে আবার ছবিতে দেখা যাবে। কিন্তু এখন তিনি তাঁর জীবনের সেরা সময়টা উপভোগ করছেন।