মেয়ের খোলামেলা ছবিতে শাহরুখের মন্তব্য!

বলিউড কিং খান খ্যাত শাহরুখের একমাত্র মেয়ে সুহানা খান। যিনি স্টার কিড হওয়াতে জন্মসূত্রেই তারকা। দিন যত যাচ্ছে বড় হয়ে উঠছেন তিনি সঙ্গে নিজের পরিচিতি বাড়ছে। বিশেষত্ব সোশ্যাল মিডিয়ায় সুহানা বরাবরই সক্রিয় এবং নেটাগরিকদের সামনে নিজেকে মেলে ধরতে ভালোবাসেন।

শাহরুখ খানের মেয়েকে ইনস্টাগ্রামে প্রায় ২০ লাখ অনুসারী রয়েছে। তাদের জন্য নিয়মিত ছবি-ভিডিও শেয়ার করেন তিনি। কখনো কখনো খোলামেলা ছবিও আপলোড করেন শাহরুখকন্যা। আর তাতে কুপোকাত হয়ে যায় অনুসারীরা।

সম্প্রতি ইনস্টাগ্রামে সুহানা একটি ছবি আপলোড করেছেন। যেখানে তাকে দেখা যাচ্ছে, সাদা স্লিভলেস টপ ও ডেনিম শর্টসে। পুলের ধারে বসে এমনভাবে লুক দিয়েছেন, যেনো তার রূপে এবং শরীরের আবেদন ঝলমল করছে।

জানা গেছে, ছবিটি তুলে দিয়েছেন সুহানার মা গৌরী খান। ছবিটির ক্যাপশনে সুহানা লিখেছেন, ‘মনে করুন এটা পেপসি। আর আমি হলাম সিন্ডি ক্রফোর্ড।’

মেয়ের এই খোলামেলা ছবিতে মন্তব্য করেছেন শাহরুখ খানও। তিনি লিখেছেন, ‘আমি কি মনে করতে পারি এটা তুমি এবং কোকাকোলা ঘটনাচক্রে? আমি কি এই ছবির প্রশংসা করতে পারি?’ জবাবে সুহানা বললেন, ‘হ্যাঁ তুমি পারো।’

আবার একই ছবি পোস্ট করেছেন গৌরী খানও। সেখানে ক্যাপশন দিয়েছেন, ‘হ্যাঁ নীল আমার প্রিয় রঙ’। ওই পোস্টে শাহরুখ কমেন্ট করেছেন, ‘এই ছবিতে যে রঙ তুমি আপন করে নিয়েছো, আর যে রঙ সুহানার মধ্যে রয়েছে, সেটাই আমার প্রিয় রঙ।’

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*