বলিউডের একসময় নামী অভিনেত্রীদের মধ্যে একজন হলেন মাধুরী দীক্ষিত । বহু সুপারহিট সিনেমায় অভিনয় করেছেন তিনি। জয় করেছেন দর্শকমন। যদিও এখন আর নায়িকার চরিত্রে দেখা যায় না তাঁকে। ৫৫ পেরিয়েছে ‘ধক ধক গার্ল’এর বয়স। এবার সেই মাধুরীই তৃতীয়বারের জন্য মা হতে চলেছেন! হ্যাঁ, ঠিকই দেখছেন। অবাক লাগলেও এটাই সত্যি।
আসলে মাধুরী এমন একজন অভিনেত্রী যিনি বরাবর নিজের কাজের জন্য সংবাদমাধ্যমের শিরোনামে উঠে এসেছেন। অভিনেত্রীর ব্যক্তিগত জীবন বরাবরই পর্দার আড়ালে থেকেছে। মাধুরীর স্বামীও বিনোদন দুনিয়ার মানুষ নন। তিনি পেশায় ডাক্তার। লাইমলাইট থেকে দূরে থাকতেই পছন্দ করেন মাধুরীর স্বামী ডাঃ শ্রীরাম নেনে। তবে এবার মাধুরী তৃতীয়বার প্রেগন্যান্ট হওয়ায় তাঁর ব্যক্তিগত জীবন নিয়ে চর্চা শুরু হয়েছে।
১৯৯৯ সালে ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ের কার্ডিও ভাসকুলার সার্জন শ্রীরামের সঙ্গে সাত পাক ঘুরেছিলেন বি টাউনের ‘ধক ধক গার্ল’। বিয়ের ৪ বছর পর জন্ম হয় তাঁদের প্রথম সন্তানের। এরপর ২০০৫ সালে অভিনেত্রী দ্বিতীয় সন্তানের জন্ম দেন। এরপর থেকে স্বামী এবং দুই সন্তানকে নিয়েই সুখে সংসার করছিলেন অভিনেত্রী। কিন্তু এবার এত বছর পর ফের মাতৃত্বের স্বাদ অনুভব করতে চলেছেন মাধুরী।
কয়েকমাস আগে থেকেই ‘তেজাব’ অভিনেত্রীর প্রেগন্যান্সির গুঞ্জন শোনা যাচ্ছিল। জানা গিয়েছিল, তৃতীয়বারের জন্য মা হতে চলেছেন তিনি। সেই গুঞ্জনের সূত্রপাত হয়েছিল মাধুরীর একটি ভাইরাল ছবি থেকে। সেখানে দেখা গিয়েছিল, অভিনেত্রীর তলপেট কিছুটা স্ফীত দেখাচ্ছে। যা দেখে মনে হচ্ছিল ‘বেবি বাম্প’। আর সেখান থেকেই অভিনেত্রীর প্রেগন্যান্সির গুঞ্জনও শুরু হয়।