মা হওয়ার খবর পেতেই আনন্দে শাশুড়িকে নিয়ে মন্দিরে ছুটলেন ক্যাটরিনা কাইফ, দেখুন ভাইরাল ছবি!

২০২২’এর ৯’ই ডিসেম্বর নিজেদের বিয়ের একবছর পূরণ করলেন ক্যাটরিনা কাইফ ও ভিকি কৌশল। শুরু থেকে বিয়ে পর্যন্ত নিজেদের সম্পর্ককে একেবারে গোপনীয়তার চাদরে মুড়ে রেখেছিলেন তারা। মিডিয়ার পাতায় তাদের নিয়ে কম চর্চা হয়নি সেইসময়ে। তবে কখনোই নিজেদের সম্পর্ক নিয়ে প্রকাশ্যে কোন কথা বলেননি তারা।

তবে বিয়ের পর প্রায়ই সোশ্যাল মিডিয়ার পাতায় একে অপরের প্রতি নিজেদের ভালবাসা জাহির করে থাকেন এই দুই তারকা। অবশ্য তার একাধিক ঝলক রয়েছে সোশ্যাল মিডিয়ার পাতাতেই। তবে সম্প্রতি সোশ্যাল মিডিয়ার পাতায় বেশ কয়েকটি ছবি ভাইরাল হয়েছে, যা দেখে নেটনাগরিকদের একাংশের মনে হয়েছে অভিনেত্রী খুব শীঘ্রই মা হতে চলেছেন।

উল্লেখ্য, চলতি বছরের শুরুটাও একে অপরের সাথে খুব ভালোভাবেই কাটিয়েছেন এই তারকা জুটি। তবে নতুন বছর শুরু হতে না হতেই স্বামী ভিকি কৌশল ও শাশুড়ি বীণা কৌশলকে সাথে নিয়েই দেখা দিয়েছেন সিদ্ধি বিনায়কের মন্দিরে। সিদ্ধি বিনায়ক গণেশকে মনস্কামনা জানিয়ে তার আশীর্বাদ নিয়েই শুরু করছেন নতুন বছর। আর সেই ঝলকই এই মুহূর্তে ভাইরাল গোটা সোশ্যাল মিডিয়ার পাতাতে।

বলাই বাহুল্য, সেই ছবির সূত্র ধরেই একাংশের মত তিনি খুব শীঘ্রই সুখবর দিতে চলেছেন। এই মুহূর্তে নেটদুনিয়ায় নেটনাগরিকদের মাঝে তুমুল চর্চিত এই বলিউডের তারকা জুটি। এদিন সিদ্ধি বিনায়কের মন্দিরে ভালো করে পূজো করার পাশাপাশি ভোগও নিবেদন করেছিলেন তারা। গলায় নিয়েছিলেন সাধারণ নামাবলিও। পুজো দিতে গিয়ে একেবারে সাধারণ পোশাকেই ছিলেন তারা।

এদিন অভিনেতা সাদা শার্ট ও অফ-হোয়াইট প্যান্টে দেখা দিয়েছিলেন। পাশাপাশি অভিনেত্রী সবুজ রঙের একটি সালোয়ার স্যুটে দেখা দিয়েছিলেন এদিন। কপালে পরেছিলেন মন্দির থেকে লাগিয়ে দেওয়া টিপও। বলাই বাহুল্য, নিজের কাছের মানুষদের সাথে নিয়ে বছরের শুরুটা সিদ্ধি বিনায়কের আশীর্বাদ নিয়েই শুরু করলেন তারা।

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *