মালাইকাকে নিয়ে শাহরুখ ভয় পেয়েছিলেন ! কিং খানের রহস্য ফাঁস করলেন অভিনেত্রী

মণি রত্নমের বিখ্যাত ছবি ‘দিল সে’-এর গান ‘ছাইয়া ছাইয়া আজও আপামর ভারতবাসীর মনে জায়গা করে আছে। ট্রেনের ছাদে উপর এই গানের সেই দৃশ্যায়ন মনে রাখার মতোই। দিল সে ছবিটি ১৯৯৮ সালে মুক্তি পেয়েছিল। ছাইয়া ছাইয়া গানটিতে শাহরুখ খানের সঙ্গে মালাইকা আরোরা খানকে নাচতে দেখা গিয়েছিল।

সম্প্রতি একটি সাক্ষাৎকারে মালাইকা এই গানের সেই দৃশ্যের শ্যুটিংয়ের কথা বলেন। তিনি জানান, শাহরুখ খান নাকি ভীষণ ভয় পেয়েছিলেন এই দৃশ্য শ্যুট করার সময়। তিনি ভেবেছিলেন মালাইকা ট্রেন থেকে পড়ে যেতে পারেন। তাই সুরক্ষার কথা ভেবে তাঁকে একটি হার্নেস দিয়ে বেঁধে রাখা হয়েছিল।

এর আগে অবশ্য কিং খান এই গানের দৃশ্যের শ্যুটিংয়ের কথা একটি সাক্ষাৎকারে বলেছিলেন। ২০১৭ সালে দেওয়া একটি সাক্ষাৎকারে শাহরুখ বলেন, ‘চলন্ত ট্রেনে ওভাবে শ্যুট করা ভীষণ চাপের।’ মালাইকা জানান, ‘শাহরুখ নির্দেশ দিয়েছিল আমি যেন হার্নেসে বাঁধা থাকি। ও ভয় পাচ্ছিল যে আমি ট্রেন থেকে নইলে পড়ে যাব। প্রথমে নিষেধ করেছিলাম বিষয়টায়। কারণ এভাবে তো আর নাচা যায় না। কিন্তু পরে সেভাবেই শ্যুট হয়েছিল।’

তিনি জানিয়েছিলেন, এই গানের শ্যুটিংয়ের সময় সমস্ত ড্যান্সারদের হার্নেস দিয়ে বেঁধে রাখা হয়েছিল তাঁদের সুরক্ষার জন্য। একমাত্র শাহরুখ কোনও রকম হার্নেস ছাড়া গোটা গানটির শ্যুট করেছিলেন। এই গানে তাঁকে লাফাতে, এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে দেখা গিয়েছে। সেই কারণেই তাঁকে হার্নেস দিয়ে বাঁধা হয়নি বলেই জানিয়েছিলেন অভিনেতা।

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *