মারা যাননি সুশান্ত! স্যোশাল মিডিয়ায় তার নতুন পোস্ট ঘিরে চাঞ্চল্য

এও কি সত্যি? এভাবেও ফিরে আসা যায়? এটা কিকরে সম্ভব! এমন হাজারো প্রশ্ন দানা বাঁধছে তার অনুরাগীদের মনে।

গত বছর ১৪ ই জুন পৃথিবী থেকে বিদায় নিয়েছিলেন সুশান্ত সিং রাজপুত। কিন্তু গতকাল তার ব্যক্তিগত ফেসবুক একাউন্ট থেকে একটি ছবি আপলোড করা হয়। তা দেখে নেটিজেনদের কমেন্ট ছিল প্রতিবেদনের প্রথম শব্দবন্ধ গুলি।

গত বছর ১৪ ই জুন নিজের জুহুর ফ্ল্যাটে আত্মহত্যা করেন এই তরুণ বলি অভিনেতা। তারপর থেকেই তার মৃত্যু নিয়ে রহস্য ঘনীভূত হয়।

শোকাহত ভক্তরা এর কারণ অনুমান করে বলিউডের তাবড় অভিনেতা, পরিচালক,প্রযোজকদের দুষতেও ছাড়েননি। তাদের প্রিয় সুশি কে নিয়ে ভারাক্রান্ত ছিল ফ্যান মহল।

পর্দার এম এস ধোনির মৃত্যুর বদলা নিতে ” জাস্টিস ফর সুশান্ত” ট্যাগলাইন ছড়িয়ে পড়ে সোশ্যাল মিডিয়ায়।

এরই মধ্যে সুশান্ত সিং রাজপুত এর ফেসবুকে একটি ছবি আপলোড করা হয়। যা দেখে কার্যত স্তম্ভিত তার ভক্তকুল। কিভাবে কে এই ছবি পোস্ট করলেন তা বোধগম্য হয় না ভক্তদের।

যদিও কেউ কেউ বলছেন সুশান্তের মৃত্যুর পর তার ফেসবুকে ৩-৪ টি পোস্ট করা হয়, যা থেকে ধারণা তার পরিবারের কেউ এই একাউন্টের তত্ত্বাবধানে রয়েছেন।

অনেক জল গড়িয়ে গেছে এতদিনে, তদন্ত এখনও চলছে। কিন্তু অনুরাগীদের মন থেকে যে মুছে যাননি সুশান্ত তা আরো একবার প্রমাণিত হলো। অনেকেই ভেবেছিলেন যদি সত্যি মিরাকেল হয়, সত্যিই ওপার থেকে ফিরে আসেন সকলের প্রিয় সুশান্ত সিং রাজপুত।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*