সম্প্রতি এবার মায়ের জন্মদিন উপলক্ষ্যে ছোটবেলার বেশ কয়েকটি ছবি পোস্ট করে তাকে শুভেচ্ছা জানালেন জনপ্রিয় টেলিভিশন অভিনেত্রী তৃণা সাহা! এমনকি সেই ছবি
দেখে তাকে চিনতে পারছেন কিনা অনুরাগীরা সেই প্রশ্ন ছুঁড়ে দিলেন সকলের উদ্দেশ্যে। ছোটবেলার স্মৃতিচারণ করতে পছন্দ করেন না এমন মানুষ নেই বললেই চলে।
পুরনো ছবি দেখে পুরনো দিনে ফিরে যান সকলেই। আসলে সেসব ছবি দেখলে যেন মনে হয় পুরনো দিন ফিরে এসেছে। তাইতো মাঝেমধ্যেই সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন মানুষদের পুরনো ছবি
পোস্ট করতে দেখা যায়, ব্যতিক্রমী নন তারকারাও। বিভিন্ন সময় আমরা বিভিন্ন তারকাদের দেখেছি ছোটবেলার ছবি পোস্ট করে অনুরাগীদের জিজ্ঞেস করতে যে তাদের চিনতে পারছেন কিনা।
সম্প্রতি সেরকমই কয়েকটি ছবি পোস্ট করেছেন তৃণা। যার একটিতে দেখা যাচ্ছে কোনো পার্কের পুকুরের ধারে মায়ের কোল ঘেঁষে বসে আছেন তিনি। আরেকটি দেখা যাচ্ছে মায়ের
কোলে বসে খেলা করছেন এই অভিনেত্রী। আবার আরেকটি ছবিতে দেখা যাচ্ছে মায়ের সামনে বসে পড়াশোনা করছেন বালিকা তৃণা। এছাড়াও কয়েকটি ছবি পোস্ট করেছেন তিনি।
সোশ্যাল মিডিয়ায় এই ছবিগুলি পোস্ট করে তিনি ক্যাপশনে লিখেছেন ‘শুভ জন্মদিন মা’। যা দেখার পর অনুরাগীরাও তার মা’কে জন্মদিনের শুভেচ্ছায় ভরিয়ে তুলেছেন। উল্লেখযোগ্য, কয়েক বছর আগেই তিনি বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন নীল ভট্টাচার্যের সাথে। বর্তমানে সংসার সামলে চুটিয়ে কাজ করছেন তিনি।
Leave a Reply