বরবারই অসহায় মানুষের পাশে দাঁড়ান অভিনেতা সাংসদ দেব। এবারও তার অন্যথা হল না। জি ২৪ ঘণ্টায় উলুবেড়িয়ার ছোট্ট মেয়েকে সাহায্যের আশায় অসহায়ভাবে ঘুরতে দেখে মেয়েটির পাশে দাঁড়ালেন দেব।
বাবার চিকিৎসার খরচ জোগাতে অসুস্থ বাবাকে নিয়েই রাস্তায় নেমেছে ১১ বছরের ঝিলিক। অভিনেতা সাংসদ বলেন, ‘সকলে যথাসাধ্য চেষ্টা করলেই হাসি ফুটবে ছোট্ট ঝিলিকের মুখে’।
সকলের এগিয়ে আসা উচিত’, বার্তা দেবের। ঝিলিকের কথা তাঁর এবং দর্শকদের কাছে পৌঁছে দেওয়ার জন্য ধন্যবাদ জানালেন জি ২৪ ঘণ্টাকে। পাশাপাশি দেব জানালেন, তিনি নিজে মেয়েটির সঙ্গে যোগাযোগ করবেন।
উলুবেড়িয়া থানার হিরাপুর দক্ষিণ রামচন্দ্রপুরের বাসিন্দা সুশান্ত মন্ডল। ৫০ বছরের সুশান্ত মন্ডল দীর্ঘ সময় ধরে শারীরিক অসুস্থতায় শয্যাশায়ী। শরীরের বিভিন্ন অঙ্গ-প্রত্যঙ্গ কাজ করা বন্ধ করে দিয়েছে তাঁর।
পেশায় সুশান্ত একজন শ্রমিক। সংসারের উপার্জনের একমাত্র ভরসা ছিলেন তিনি। শারীরিক অসুস্থতার কারণে সংসারে অভাব অনটন। তাই পরিবারের এখন একমাত্র ভরসা মন্ডল দম্পতির একমাত্র মেয়ে ১১ বছরের ছোট্ট ঝিলিক।
একদিকে চিকিৎসার খরচ অন্যদিকে অভাব-অনটন সংসারে, সবমিলিয়ে দিশেহারা মেয়েটি। যে বয়সে বাচ্চারা খেলাধুলা ও পড়াশোনার আনন্দে শৈশব জীবন কাটায় সেই সময়েই সবকিছু ভুলে সংসার চালানোর খরচ ও বাবার চিকিৎসার খরচ যোগাতে নাজেহাল ছোট্ট ঝিলিক।