মাত্র ৪ দিনের মধ্যেই বাহুবলী ২ ও KGF-২ মুভির সমস্ত রেকর্ড ভেঙ্গে দিল পাঠান, জনপ্রিয়তা পেল প্রচুর!

নতুন বছরের শুরুতে ২৫ জানুয়ারি মুক্তি পেয়েছে ‘পাঠান’। মুক্তির পর থেকে প্রেক্ষাগৃহে উপচে পড়ছে ভিড়। শাহরুখ খানের প্রত্যাবর্তন চাক্ষুষ করতে ছবির শো হাউসফুল। হিন্দি সিনেমার জন্য উন্মাদনা দেখল বলিউড। একশোটি দেশে ৮ হাজার পর্দায় দেখানো হচ্ছে ‘পাঠান’। তার মধ্যে ভারতেই ৫ হাজারের বেশি প্রেক্ষাগৃহ রয়েছে। হিন্দি ছবি প্রদর্শনের ক্ষেত্রেও এতটা ব্যাপ্তি এই প্রথম।

মুক্তির দিনেই দেশের বক্স অফিসে ৫৫ কোটি টাকার ব্যবসা করেছে সিদ্ধার্থ আনন্দ পরিচালিত এই ছবি। দ্বিতীয় দিনে অঙ্কটা বেড়ে হয় ৬৮ কোটি টাকা। যদিও শুক্রবার অঙ্কটা ছিল খানিকটা পড়তির দিকে। ব্যবসার পরিমাণ ৩৮ কোটি আয়। চিন্তা বাড়ছিল তবে চতুর্থ দিন অর্থাৎ শনিবারে শুক্রবারের তুলনায় আয় বাড়ল ৪০ শতাংশ।

প্রথম ভারতীয় ছবি হিসেবে মুকুটে নয়া পালক ‘পাঠান’-এর। শুক্রবার পর্যন্ত ব্যবসার নিরিখে ‘পাঠান’ ইতিমধ্যেই ৩০০ কোটি টাকার বেশি আয় করেছে। সেই সঙ্গে নতুন নজির সৃষ্টি করল ছবিটি। প্রথম ভারতীয় ছবি হিসেবে ‘পাঠান’ মাত্র ৪ দিনের ব্যবসায় বক্স অফিসে ২০০ কোটি টাকার গণ্ডি পার করল।

অর্থাৎ, বাদশা অভিনীত এই ছবি পিছনে ফেলে দিন ‘বাহুবলী ২’ এবং ‘কেজিএফ ২’-এর মতো কঠিন প্রতিযোগীদের। দক্ষিণী সুপারস্টার যশ অভিনীত ‘কেজিএফ ২’ ছবিটির হিন্দি সংস্করণ ৫ দিনে ২০০ কোটি টাকার ব্যবসা করেছিল। অন্য দিকে এস এস রাজামৌলি পরিচালিত ‘বাহুবলী ২’-এর হিন্দি সংস্করণ ৬ দিনে ওই মাইলফলক স্পর্শ করেছিল।

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *