মাত্র ১৯ বছর বয়সেই নিজের সৌন্দর্যের নিখিরে অভিনেত্রীদের টেক্কা দিচ্ছে অজয় দেবগণের মেয়ে, দেখুন তার হট লুক!

অজয় দেবগন ও কাজলের দুই সন্তান। মেয়ের নাম নাইসা ও ছেলে যুগ। নাইসার থেকে যুগ বয়সে ছোট অনেকটাই। সে নিজের বাবা-মায়ের সাথে মুম্বাইতেই থাকে। তবে পড়াশোনার খাতিরে বিদেশে থাকেন নাইসা। সেখানেই নিজের পড়াশোনা শেষ করছেন তিনি। তবে শোনা যাচ্ছে, খুব শীঘ্রই বলিউডে ডেবিউ ঘটতে চলেছে তার।

তবে সেই প্রসঙ্গে এখনো পর্যন্ত কোনো সঠিক তথ্য পাওয়া যায়নি। পাপারাজিৎদের ক্যামেরা থেকে দূরে থাকলেও সোশ্যাল মিডিয়ার পাতায় ভালোই অ্যাক্টিভ ১৯ বছর বয়সী নাইসা। প্রায়ই নিজের বন্ধুদের সাথে কাটানো একাধিক মুহূর্তের ছবি কিংবা ভিডিও শেয়ার করে থাকেন তিনি। তবে খুব সম্প্রতি সোশ্যাল মিডিয়ার পাতায় নাইসার বেশ কিছু ছবি ভাইরাল হতে দেখা গিয়েছে।

আর সেই সূত্র ধরেই এই মুহূর্তে নেটনাগরিকদের একাংশের মাঝে চর্চায় তিনি। সাম্প্রতিক ভাইরাল হওয়া ছবিগুলিতে বিভিন্ন লুকে দেখা মিলেছে অজয় ও কাজল কন্যার। বলাই বাহুল্য, যেকোনো ধরনের আউটফিটে সাবলীল ও সুন্দর তিনি। ইন্ডিয়ান হোক কিংবা ওয়েস্টার্ন যে কোন পোশাকেই বোল্ড নাইসা। ক্যামেরার সামনেও নিজেকে ভীষণ ভালোভাবে ক্যারি করতে পারেন তিনি।

বর্তমান সময়ে দাঁড়িয়ে তার অনুরাগীর সংখ্যাও নেহাত কম নয়। সেকথা অবশ্য আর আলাদাভাবে উল্লেখ করার প্রয়োজন নেই। কাজল কন্যার সোশ্যাল মিডিয়ার পাতায় চোখ রাখলেই সেই ঝলক মিলবে। উল্লেখ্য, বর্তমানে দাঁড়িয়ে বলিউড ইন্ডাস্ট্রিতে সেলেব কিডদের ছড়াছড়ি। তবে অনেকের মতে, অজয় ও কাজল কন্যা যদি অভিনয় দুনিয়ায় পা রাখেন তাহলে, সারা আলি খান, অনন্যা পান্ডে, খুশি কাপুর, জাহ্নবী কাপুরদেরও বলে বলে দশ গোল দিতে পারেন তিনি।

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *