পশু ও পাখিদের ভালোবাসার মানুষ খুবই কম আছে এই পৃথিবীতে। সেই কারনেই এত পশু রাস্তাঘাটে ঘুরে বেড়া। কিন্তু আবার কিছু কিছু পশুপাখি মালিক খুঁজে।
পেয়ে যায় যারা তাদের রেখে দেয় নিজের পরিবারের অঙ্গ হিসাবেই। ছোট্ট হাতি কিন্তু মানুষ খুবই ভালোবাসে। ঠিক সেই ধরণের একটি ভিডিও ভাইরাল হয়েছে ইউটিউবের মাধ্যমে।
একটি ছোট্ট বাচ্চা হাতি ও তার মা খোলা পরিবেশের মধ্যে ঘেরা একটি জায়গায় রয়েছে। বাচ্চা হাতিটি কিছুতেই একজায়গায় না দাঁড়িয়ে শুধু এদিক ওদিক করছে, দেখলে মনে হবেই যেন কাওকে খোঁজার চেষ্টা করছে সে।
পাশ থেকেই নীল শাড়িতে জড়ানো একজন আসে ও বাচ্চা হাতিটি তাকে দেখেই আরও ছটফট করতে শুরু করে। তারপরেই সে ওই ঘেরা জায়গায় ঢোকে সম্পূর্ণ ভাবে হাতিটির সাথে খেলায় মত্ত হয়ে যায়।
পরে বোঝা যায় আসলে সে হাতিটির মালিক। বাচ্চা হাতিটি তাকে দেখতে না পেয়ে এই ভাবে ছটফট করছিলো এবং পরে তাকে কাছে পেয়ে দুজনেই এইরকম ভালোবাসা ও খুঁনসুটির খেলায় মত্ত হয়েছে।
মানুষ ও পশুর এমন ভালোবাসা সোশ্যাল মাধ্যম ছাড়া দেখতে পাওয়া যাবে না। বাচ্চা হাতিটিকে জড়িয়ে সে শুয়ে আছে, আদর করছে সব শেষে নিজে হাতে খাইয়ে দিতেও দেখা গেল তাকে।
ইউটিউবেই তিরিশ লক্ষের ও বেশি ভিউস ছাড়িয়েছে। তার সাথেই আছে প্রচুর লাইক ও কমেন্ট। নেটিজেনরা দারুন পছন্দ করেছে এই ভালোবাসা। যাদের দেখলে মানুষ ভয় পায় তাদের এই ভাবে ভালোবাসায় ভরিয়ে দিচ্ছে এ যেন কোনো সিনেমার গল্পের থেকে কম নয়।