ভেজা শরীরে যৌবন উপছে পরছে টলি কুইন তৃণার, ভিডিও দেখেই বেসামাল ভক্তরা

বাংলা বিনোদন জগতের অত্যন্ত নামী একজন অভিনেত্রী হলেন তৃণা সাহা । বহু জনপ্রিয় ধারাবাহিকে তাঁকে দেখেছেন দর্শকরা। এখন স্টার জলসার ‘বালিঝড়’ ধারাবাহিকে নায়িকা ঝোড়ার চরিত্রে অভিনয় করছেন তিনি। এবার সেই অভিনেত্রীরই একটি ভিডিও তুমুল ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। সেখানে দেখা যাচ্ছে, সবুজ রঙের একটি মনোকিনিতে জলকেলিতে মত্ত রয়েছেন তৃণা।

গত কয়েকদিন ধরেই সংবাদমাধ্যম এবং সোশ্যাল মিডিয়ার শিরোনামে রয়েছেন ‘বালঝড়’ অভিনেত্রী। কাজের জন্য নয়, বরং তাঁর ব্যক্তিগত জীবন নিয়ে চর্চা চলছিল। শোনা গিয়েছিল, অভিনেতা নীল ভট্টাচার্যের সঙ্গে তাঁর সংসার ভাঙতে চলেছে। যদিও পরে নীল এবং তৃণা দু’জনেই জানান, এই খবরে কোনও সত্যতা নেই। বরং তাঁরা নিজেদের মতো করে একসঙ্গে ভালো আছেন।

তবে ব্যক্তিগত জীবনে যাই চলুক না কেন, প্রফেশনাল দিক থেকে তৃণা কিন্তু এখন বেশ ভালো জায়গায় রয়েছেন। সিরিয়ালের পাশাপাশি তিনি এবার নাম লিখিয়েছেন ওয়েব দুনিয়াতেও। সুন্দরী এই অভিনেত্রীকে ‘গভীর জলের মাছ’ ওয়েব সিরিজে দেখা যাচ্ছে। তৃণা অভিনীত চরিত্রের নাম দিতি।

অভিনয় জগতের মতো সোশ্যাল মিডিয়াতেও প্রচণ্ড সক্রিয় তৃণা। মাঝেমধ্যেই নিজের নানান ছবি, ভিডিও সেখানে পোস্ট করে থাকেন তিনি। এবার যেমন, অভিনেত্রীকে দেখা গেল সুইমিং পুলে জলকেলি করতে। বলাই বাহুল্য, পর্দার ঝোড়াকে সম্পূর্ণ ভিন্ন অবতারে দেখে ফিদা হয়ে গিয়েছেন অনুরাগীরা।

হইচইয়ের তরফ থেকে তৃণার এই ভিডিও শেয়ার করা হয়েছে। সেখানে দেখা যাচ্ছে, অভিনেত্রীর পরনে রয়েছে সবুজ রঙের একটি মনোকিনি। চুল খোলা, গলায় সোনালি রঙের হার। তৃণাকে কখনও দেখা যাচ্ছে পুলের জলে ডুব দিতে, কখনও আবার জুসের গ্লাসে চুমুক দিতে। অভিনেত্রীকে একের পর এক হট পোজ দিতে দেখে রীতিমতো ঘায়েল হয়ে গিয়েছেন নেটিজেনরা।

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *