ভেজা পোশাকে নেট দুনিয়ায় উষ্ণতা ছড়ালেন নায়িকা স্বস্তিকা, যা দেখে ঘুম উড়বে ভক্তদের!

পনিটেল করে বাঁধা চুল, হট লুকে সুইমিং পুলে জলকেলিতে মত্ত অভিনেত্রী স্বস্তিকা। মুহূর্তে ভাইরাল ভিডিও। টেলিপাড়ার জনপ্রিয় একজন অভিনেত্রী হলেন স্বস্তিকা দত্ত। একেরপর এক ধারাবাহিকে অভিনয় করে মনজয় করেছেন ভক্তদের। বেশ কয়েক বছর ধরেই তিনি অভিনয় জগতের সঙ্গে যুক্ত।

রাজ চক্রবর্তী পরিচালিত ‛পারবো না আমি ছাড়তে তোকে’ সিনেমা দিয়েই তার অভিনয় জগতের হাতেখড়ি। এরপর তিনি আরও একটি সিনেমায় অভিনয় করেন। আর তারপরই পা রাখেন টেলিভিশন জগতে। স্টার জলসায় অভিনীত ‛ভজ গোবিন্দ’ সিরিয়াল হিট হওয়ার পরই তিনি পাকাপোক্ত ভাবে জায়গা করে নেন টলিউডে।

এমনকি জি বাংলার পর্দায় ‛কী করে বললো তোমায়’ সিরিয়ালে রাধিকার চরিত্রে তাঁর অভিনয় নজর কেড়েছিল দর্শক মহলে। তবে, শুধু সিরিয়ালই নয় একেরপর এক ওয়েব সিরিজে কাজ করে মুগ্ধ করে চলেছেন দর্শকদের। ‛নগর বাউল’, ‛উত্তরণ’, ‛আনন্দ আশ্রম’-র মতো ওয়েব সিরিজে কাজ করেছেন স্বস্তিকা।

এমনকি বর্তমানে তাকে ‛গভীর জলের মাছ’ ওয়েবসিরিজে আরাত্রিকা নামের একটি চরিত্রে দেখা যাচ্ছে। পাশাপাশি জি বাংলার পর্দায় ‛তোমার খোলা হওয়া’ ধারাবাহিকে ঝিলমিল নামের চরিত্রেও দেখা যাচ্ছে।

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *