ভিডিও কলে অন্তর্বাস পরে স্পষ্ট ব;ক্ষ দেখালেন জাস্টফ্রেন্ডকে, ভাইরাল মিথিলা

স্যোশাল মিডিয়ায় ভাইরাল হয়ে গেছে কণ্ঠশিল্পী ও অভিনেতা তাহসান আহমেদের প্রাক্তন স্ত্রী অভিনেত্রী রাফিয়াত রশিদ মিথিলা ও নির্মাতা ও পরিচালক ইফতেখার আহমেদ ফাহমির অ;ন্তর;ঙ্গ মুহূর্তের কিছু ছবি।

এসব ছবিতে দেখা যাচ্ছে ফাহমির সঙ্গে বেশ আপত্তিকর অবস্থায় রয়েছেন মিথিলা। একটি ছবিতে ফাহমিকে চু;মু খাচ্ছেন মিথিলা। অন্য ছবিতে একই বিছানায় পাশাপাশি দেখা যায় তাদের দুজনকে।

তাছাড়া ভিডিও কলে শুধু মাত্র অন্তর্বাস পরে কথা বলছেন মিথিলা তার ছবিও দ্রত সোশাল মিডীয়াতে ভাইরাল হয়েছে।

এই ছবি সম্পর্কে জানতে মিথিলার সঙ্গে ফোনের মাধ্যমে যোগাযোগ করলে তিনি বলেন, “অস্বাভাবিক কোনো ছবি না এটা”=, এই কথা বলেই ফোনটি কেটে দেন তিনি।

এ বিষয় নিয়ে ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়েছেন ইফতেখার আহমেদ ফাহমি। তিনি লিখেছেন, ‘হ্যা মিথিলা আর আমার পরকিয়া হয়েছে। একবার নয় অনেকবার। আর এটা নিয়ে মজা করার কিছুই নেই। আমরা দুজন জাস্টফ্রেন্ড।’

বর্তমানে পরিচালক সৃজিত মুখোপাধ্যায় স্ত্রী মিথিলা। তারা গতবছর বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন।

প্রসঙ্গত, ২০০৬ সালের ৩ আগস্ট ভালোবেসে তাহসানের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন মিথিলা।

আইরা তেহরীম খান তাহসান-মিথিলা দম্পতির একমাত্র সন্তান। এরপর দুজনের বনিবনা না হওয়ায় ২০১৭ সালের মাঝামাঝি তাদের বিচ্ছেদ ঘটে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*